দুর্ঘটনায় নিহত কর্মী রোহিতের পরিবারকে ক্ষতিপূরণ দেবে স্পাইসজেট

গত  মঙ্গলবার স্পাইসজেটের  একটি বিমান মেরামতির সময়ে হাইড্রোলিক গিয়ারে আটকে মৃত্যু হয় রোহিত বিরোন্দ্রার পাণ্ডে নামে ওই কর্মী।

Updated By: Jul 12, 2019, 01:32 PM IST
দুর্ঘটনায় নিহত কর্মী রোহিতের পরিবারকে ক্ষতিপূরণ দেবে স্পাইসজেট

নিজস্ব প্রতিবেদন: দুর্ঘটনায় নিহত  কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিল স্পাইসজেট। । বিমা নীতি অনুসারে, নিহত  কর্মী রোহিত বিরোন্দ্রোর পরিবারকে এককালীন ৩০ লক্ষ টাকা ও প্রতি মাসে ২৫ হাজার টাকা করে  দেওয়া হবে। রোহিতের ৪৬ বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে তাঁর পরিবারকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পাইসজেট। পাশাপাশি, তাঁর দুই বোনের পড়াশোনার খরচও বহন করা হবে বলে জানান হয়েছে।

 

গত  মঙ্গলবার স্পাইসজেটের  একটি বিমান মেরামতির সময়ে হাইড্রোলিক গিয়ারে আটকে মৃত্যু হয় রোহিত বিরোন্দ্রার পাণ্ডে নামে ওই কর্মী।

দৃষ্টিভঙ্গি বদলে সংগঠন মজবুতের চেষ্টা, পিকে-র পরামর্শেই কি তৃণমূলের মানসিকতায় 'পরিবর্তন'?

জানা গিয়েছে, বৃষ্টি বা মেঘলা আবহাওয়ার কারণে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে, সে জন্য ভারতীয় অসামরিক বিমান পরিষেবা নিয়ন্ত্রক ডিজিসিএ-এর নির্দেশে সমস্ত সংস্থাই মঙ্গলবার থেকেই বিমানের প্রযুক্তিগত নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছে। একই কারণে স্পাইসজেট বিমান বোয়িং ৭৩৭-এর প্রধান ল্যান্ডিং গিয়ারের দরজায় সাধারণ রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত ছিলেন টেকনিশিয়ান রোহিত পাণ্ডে। এই সময় হঠাত করেই বোয়িং ৭৩৭-এর প্রধান ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হয়ে যায়। দরজায় আটকে, চাপা পড়ে মৃত্যু হয় ২২ বছর বয়সী ওই টেকনিশিয়ানের।

.