কলকাতায় নেমেই বেসুরো শোভন-বৈশাখী, ল্যাজেগোবরে রাজ্য বিজেপি

কলকাতা বিমানবন্দরে নেমেই উল্টো সুর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। 

Updated By: Sep 3, 2019, 08:47 PM IST
কলকাতায় নেমেই বেসুরো শোভন-বৈশাখী, ল্যাজেগোবরে রাজ্য বিজেপি

নিজস্ব প্রতিবেদন: শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আতান্তরে রাজ্য বিজেপি। দিল্লিতে মুকুলের সঙ্গে বৈঠকের পর সমস্যা মিটে যাওয়ার দাবি করেছিলেন শোভন-বৈশাখী। কলকাতা বিমানবন্দরে নামতেই একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবী।                  

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন ও বৈশাখীর দাবি করেন, আমাদের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে এটা ভাববেন না। মুকুল দা'কে সবটা বলে এসেছি। 

কিন্তু দিল্লিতেই মুকুলের সঙ্গে 'চা চর্চা'র পর শোভনবাবু বলেছিলেন,''কিছু সমস্যা হয়েছিল। কথা বললাম, মিটে গিয়েছে।'' শোভনের সুরে বৈশাখী মন্তব্য করেছিলেন, ''গত কয়েকদিনে সংবাদপত্রগুলিতে আমাদের বিজেপি ছাড়া নিয়ে বিভিন্ন লেখা বেরিয়েছে। তবে একথা বলে রাখি, এসবই মিথ্যা। বিজেপি ছাড়ার কোনও পরিকল্পনা আমাদের নেই। আমরা বিজেপিতেই আছে। হ্যাঁ, আমার কিছু অভিমান, কষ্ট হয়েছিল। মুকুলদাকে সবটা জানিয়েছি। এখন সমস্যা মিটে গিয়েছে।'' স্পষ্টত, শোভন-বৈশাখীর দিল্লি ও কলকাতার মন্তব্যের সঙ্গে কোনও সামঞ্জস্য নেই।         

বলে রাখি, দক্ষিণ ২৪ পরগনায় শোভন চট্টোপাধ্যায়কে বড় দায়িত্ব দিতে চাইছে রাজ্য বিজেপি। ওই জেলায় তৃণমূলের সভাপতি ছিলেন শোভনবাবু। সে কারণে তাঁর অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাতে মরিয়া গেরুয়া শিবির। কিন্তু রাজনীতিতে কার্যত আনকোরা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও শোভনের সমমর্যাদার পদ চাইছেন বলে খবর। এর সঙ্গে যোগ হয়েছে দেবশ্রী রায়কে দলে নেওয়া নিয়ে দু'জনের আপত্তি। কিন্তু ব্যক্তির চেয়ে দলের সিদ্ধান্ত অগ্রাধিকার বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। কৈলাস বিজয়বর্গীয়র কলকাতার বাড়িতে গিয়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছেন দু'জনে। তার আগে শোভনের বাড়িতে গিয়ে কথা বলে আসেন অরবিন্দ মেননও। কিন্তু, বৈশাখীর আচরণে বিরক্ত রাজ্য বিজেপি। কৈলাস বিজয়বর্গীয় জানিয়ে দেন, বৈশাখীর আপত্তি মানা হবে না। দেবশ্রী রায়কে বিজেপিতে স্বাগত জানানো হবে। একইসঙ্গে কৈলাস ঠারেঠোরে বুঝিয়ে দেন, বৈশাখীকে নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে অসন্তোষ। এরপরই শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কলকাতার প্রাক্তন মেয়র জানিয়ে দেন, বৈশাখীর অপমান সহ্য করবেন না তিনি। আর দেবশ্রীকে নিয়ে তাঁরও আপত্তি রয়েছে।     

আরও পড়ুন- নাইট ডিউটিতে স্বামী, মালঞ্চে বধূর খাটেরতলায় লুকিয়ে থাকা প্রেমিককে ধরিয়ে দিল জুতো

.