সৌরভকেও রাজ্যসভায় পাঠানো উচিত : সিপিআই
বাংলার `মহারাজ`কে এবার রাজ্যসভার সদস্য করার দাবি জানাল সিপিআই। সচিনের মতো, সৌরভ গাঙ্গুলিকেও রাজ্যসভায় মনোনীত করা উচিত বলে মনে করেন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত।
Updated By: Apr 27, 2012, 03:27 PM IST
বাংলার `মহারাজ`কে এবার রাজ্যসভার সদস্য করার দাবি জানাল সিপিআই। সচিনের মতো, সৌরভ গাঙ্গুলিকেও রাজ্যসভায় মনোনীত করা উচিত বলে মনে করেন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত।
শুক্রবার গুরুদাস দাশগুপ্ত বলেন, ``সচিনকে রাজ্যসভার সদস্য মনোনীত করাকে আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু সৌরভও যখন তাঁর জীবনের সেরা ফর্মে ছিলেন, তখন তাঁকেও রাজ্যসভার সদস্য করা উচিত ছিল।`` তিনি আরও বলেন, ``সিনেমা জগতের তারকা, লেখক ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিদেরও রাজ্যসভায় পাঠানো উচিত সরকারের।`` গুরুদাসবাবুর মতে, ভারত শ্রমিকদের দেশ। শিল্পপতিদের রাজ্যসভায় পাঠানোই উচিত নয়।