স্বাস্থ্যের সামান্য উন্নতি, আগের চেয়ে স্থিতিশীল, জানালেন সৌমিত্রের মেয়ে

কোভিড আক্রান্ত হয়ে গত সপ্তাহে বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়।

Updated By: Oct 13, 2020, 10:01 PM IST
স্বাস্থ্যের সামান্য উন্নতি, আগের চেয়ে স্থিতিশীল, জানালেন সৌমিত্রের মেয়ে

নিজস্ব প্রতিবেদন: বাবার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে। আগের চেয়ে একটু স্থিতিশীল হয়েছেন। ফেসবুক পোস্টে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা জানালেন মেয়ে পৌলমী বোস। 

জি ২৪ ঘণ্টা জানিয়েছিল, বাইপ্যাপে সামান্য উন্নতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এবার তা নিশ্চিত করলেন মেয়ে পৌলমী বোস। ফেসবুকে তিনি জানান, বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের চেয়ে স্থিতিশীল। ১ শতাংশ হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁর। সকালে বাইপ্যাপ খুলে নেওয়া হয়। এখনই ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন না ডাক্তাররা। সকলের প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।''     

সৌমিত্র চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে থাকা মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা যা তাতে এখনই ভেন্টিলেশনে রাখার কথা ভাবছি না।     

কোভিড আক্রান্ত হয়ে গত সপ্তাহে বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়।  সৌমিত্র চট্টোপাধ্যায়ের একাধিক কোমর্বিডিটি ভাবাচ্ছে চিকিৎকদের। তবে লড়াই চালিয়ে যাচ্ছে অপরাজিত। এমআরআই রিপোর্ট স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তির খবরও এসেছে।

আরও পড়ুন-  শুধুই ভাষণ নয়, ষষ্ঠীতে সল্টলেকের পুজোর বোধন করবেন প্রধানমন্ত্রী

.