ফিরহাদের পাশেই দল, স্পষ্ট করলেন সৌগতও
গার্ডেনরিচকাণ্ডে দল যে ফিরহাদ হাকিমের পাশেই রয়েছে, আজ তা আরও একবার স্পষ্ট করলেন সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, গার্ডেনরিচের ঘটনায় কোনওভাবেই জড়িত নন পুরমন্ত্রী। একই সঙ্গে, তাঁর বক্তব্য গার্ডেনরিচের ঘটনায় পুরমন্ত্রীর ভূমিকার সমালোচনাই করেননি রাজ্যপাল।
গার্ডেনরিচকাণ্ডে দল যে ফিরহাদ হাকিমের পাশেই রয়েছে, আজ তা আরও একবার স্পষ্ট করলেন সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, গার্ডেনরিচের ঘটনায় কোনওভাবেই জড়িত নন পুরমন্ত্রী। একই সঙ্গে, তাঁর বক্তব্য গার্ডেনরিচের ঘটনায় পুরমন্ত্রীর ভূমিকার সমালোচনাই করেননি রাজ্যপাল।
গার্ডেনরিচে পুলিস খুনের ঘটনার দু`দিন পরেই নিহত এসআইয়ের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। সে দিন গোটা ঘটনায় ফিরহাদ হাকিমের ভূমিকার সমালোচনা করেন তিনি। তৃণমূল সাংসদ সৌতগ রায় অবশ্য বলছেন এরকম কোনও কথাই বলেননি রাজ্যপাল।
সৌগত রায়কে প্রশ্ন: এসআইয়ের বাড়ি থেকে বেরিয়ে রাজ্যপাল বলেছিলেন ফিরহাদ হাকিমের এটা করা উচিত হয়নি।
উত্তর: না উনি একথা বলেননি। এটা আপনারা ওর মুখে চাপাচ্ছেন।
এখানেই শেষ না। গার্ডেনরিচ কাণ্ড নিয়ে কার্যত ফিরহাদ হাকিমের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ। চাপের মুখে গার্ডেনরিচ কাণ্ডের চারদিন পর কিছুটা হলেও ডানা ছাঁটা হয় ফিরহাদ হাকিমের। কিন্তু, মন্ত্রিত্ব থেকে না সরিয়ে কি পাশে থাকারই বার্তা দিল না সরকার? এমনটা এক কথায় স্বীকার করে নিয়েছেন রাজ্যের প্রমুখ বিরোধী দলের নেতা-নেত্রীরা।
আর শনিবার মহারাষ্ট্র নিবাস হলের সামনের ছবিতেই কার্যত স্পষ্ট, মন্ত্রিত্বে ফিরহাদ ছিলেন, আছেন এবং থাকছেন। এবার সেই বার্তা সাংসদ সৌগত রায়ের গলাতেও।