তৃণমূলেই থাকছে শুভেন্দু: সৌগত, সৌগতবাবুর কথা বিশ্বাস করছি না: দিলীপ

এ দিন উত্তর কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Updated By: Dec 2, 2020, 12:15 AM IST
তৃণমূলেই থাকছে শুভেন্দু: সৌগত, সৌগতবাবুর কথা বিশ্বাস করছি না: দিলীপ

নিজস্ব প্রতিবেদন: উত্তর কলকাতায় একটা বৈঠক। আর তাতেই গলল বরফ। তৃণমূলেই থাকছেন শুভেন্দু অধিকারী। জি ২৪ ঘণ্টাকে ফোনে তৃণমূল সাংসদ সৌগত রায় নিশ্চিত করলেন,'শুভেন্দু দলে ছিল। দলেই থাকবে। এটা বৈঠকে ফয়সলা হল। একসঙ্গে কাজ করব। এরপর শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে সব জানাবেন।' তবে এত তাড়াতাড়ি শুভেন্দুর মানভঞ্জন হয়েছে, তা মানতে চান না দিলীপ ঘোষ। বরং মনে করিয়ে দিলেন, রাজনীতি সম্ভাব্যতার খেলা। বললেন, ''রাজনীতিতে সব কিছু হতে পারে।''            

এ দিন উত্তর কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়। ওই বৈঠকেই রফাসূত্র মিলেছে বলে খবর। ওই খবর প্রথম সম্প্রচার করে Zee ২৪ ঘণ্টা। খবরের সত্যতা নিশ্চিত করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,''শুভেন্দু দলে ছিল। দলেই থাকব। এটা বৈঠকে ফয়সলা হল। এক সঙ্গে কাজ করব।'' সাংগঠনিক বিষয়ে কি ক্ষোভ ছিল? সে ব্যাপারে ভাঙতে চাননি সৌগত রায়। বলেন,''এটা দলের অভ্যন্তরীণ বিষয়। সে সব নিয়ে আলোচনা হয়েছে। আস্তে আস্তে সমস্যার সমাধান হবে। সংকট মিটে গিয়েছে। আমি ক্রমগাত ওঁর সঙ্গে কথা বলছিলাম। সবাই মিলে দেখা করে চূড়ান্ত করা হল। মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে। নেওয়া হয়েছে তাঁর আশীর্বাদও।'' 

মন্ত্রিসভায় কি ফিরছেন শুভেন্দু অধিকারী? সে নিয়ে কিছু বলতে চাননি সৌগত রায়। শুভেন্দু তৃণমূল ছাড়লে বিজেপি স্বাগত জানাতে তৈরি ছিল। লোপ্পা ক্যাচ কি মিস করল তারা? সৌগত রায়ের জবাব,''লোপ্পা ক্যাচ তো মিস করলই। বলটা বাউন্ডারিতে গেল।'' 

তবে সৌগত রায়ের কথায় ভরসা নেই দিলীপ ঘোষের। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজনীতিতে অনেক কিছুই ঘটতে পারে। Zee ২৪ ঘণ্টাকে বিজেপির রাজ্য সভাপতি বলেন,''আমি প্রথম থেকে বলে আসছি, এটা ওদের পার্টির ব্যাপার। কে মন্ত্রী, বিধায়ক হবে, সেটা ওদের ব্যাপার। আমি প্রথম থেকে বলেছি, মন্ত্রিত্ব ছেড়েছেন। তবে পার্টিতে আছেন। ওনারা যেটা বলছেন, সেটা নিয়ে লোকে সন্দেহ করছে। তবে পরিস্থিতি অন্যরকম বলছে। শুভেন্দু যে তৃণমূল থাকছেন, তা এখনই নিশ্চিত নয় বলেই মনে করেন দিলীপ ঘোষ। তাঁর প্রতিক্রিয়া,''আপনারা কি সৌগতবাবুর কথা বিশ্বাস করেন? কল্যাণবাবু এক রকম বলছেন। সৌগতবাবুর কথা বিশ্বাস করছি না। সব কিছুর সম্ভাবনা থাকে। রাজনীতিতে সব কিছু হতে পারে।''

আরও পড়ুন- শুভেন্দুর পদত্যাগ দলত্যাগ পর্যন্ত গড়াল না, পিকে-অভিষেকের সঙ্গে বৈঠকে রফা

.