দেবযানী, সুদীপ্তর পর সারদাকাণ্ডে এবার গ্রেফতার সোমনাথ
দীর্ঘদিন বাদে সারদাকাণ্ডে আরও এক জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিস। চার্জশিট হয়ে যাওয়া এই মামলায় ধৃতের নাম সোমনাথ দত্ত। তিনি সারদার আর্থিক ও প্রশাসনিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বেতন না পাওয়া, পিএফ-এর টাকা জমা না হওয়া এবং কর্তৃপক্ষের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন সারদা গোষ্ঠীর সংবাদ মাধ্যমের এক কর্মী। এই মামলায় প্রথম দিকে সোমনাথ দত্তকে দু-এক বার জিজ্ঞাসাবাদও করে পুলিস।
দীর্ঘদিন বাদে সারদাকাণ্ডে আরও এক জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিস। চার্জশিট হয়ে যাওয়া এই মামলায় ধৃতের নাম সোমনাথ দত্ত। তিনি সারদার আর্থিক ও প্রশাসনিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বেতন না পাওয়া, পিএফ-এর টাকা জমা না হওয়া এবং কর্তৃপক্ষের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন সারদা গোষ্ঠীর সংবাদ মাধ্যমের এক কর্মী। এই মামলায় প্রথম দিকে সোমনাথ দত্তকে দু-এক বার জিজ্ঞাসাবাদও করে পুলিস।
গত কয়েকদিনে সারদা ইস্যুতে তৃণমূল সাংসদ কুণাল ঘোষ মুখ খোলার পরই সোমনাথ দত্তকে এক সপ্তাহে তিন তিনবার ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। অবশেষে শনিবার তাঁকে গ্রেফতার করা হল। সাংসদ কুণাল ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তির গ্রেফতার প্রশ্ন তুলে দিয়েছে এরপর টার্গেট কি কুণাল ঘোষ?