মাঝ আকাশে কলকাতা-বাগডোগরা বিমানে ধোঁয়া, তড়িঘড়ি অবতরণ ডিজি-এডিজিদের
৩.১৫ নাগাদ ছাড়ার কথা ছিল বিমানটির। কিন্তু ৪:২২ নাগাদ ছাড়ে বিমানটি।
Updated By: Feb 1, 2021, 06:26 PM IST
নিজস্ব প্রতিবেদন: কলকাতা থেকে বাগডোগরা গামী বিমানে যান্ত্রিক ত্রুটি। মাঝ আকাশে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর মাঝ আকাশ থেকে ফিরে আসে বিমান। একটুর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পাইলট, ক্রু মেম্বার সহ যাত্রীরা।
SG 257 দুপুর তিনটে নাগাদ দমদম এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল বিমানটি। মাঝ আকাশে বিমানের মধ্যে আচমকা ধোঁয়া দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি বিমান রানওয়ে ফিরে আসে। বিমানে ছিলেন ডিজি বীরেন্দ্র, সুরজিৎ পুরকায়স্থ, এডিজি নিরাজ কুমার সিং।
৩.১৫ নাগাদ ছাড়ার কথা ছিল বিমানটির। কিন্তু ৪:২২ নাগাদ ছাড়ে বিমানটি। কেন দেরি করা হয়েছিল তা জানা যায়নি। কিন্তু কিছুক্ষন পর ৪:৩৬ নাগাদ ফিরে আসে বিমানটি।
Tags: