Singer KK Dies: প্রয়াত কেকে, অনুপমের রায়ের ফোন পেয়ে হাসপাতালে ছুটলেন অরূপ

হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন কেকে (KK)। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ড পান। 

Updated By: Jun 1, 2022, 12:19 AM IST
Singer KK Dies: প্রয়াত কেকে, অনুপমের রায়ের ফোন পেয়ে হাসপাতালে ছুটলেন অরূপ

নিজস্ব প্রতিবেদন: কলকাতায় অনুষ্ঠান শেষে প্রয়াত সংগীত শিল্পী কেকে (KK)। নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন তিনি। এরপর অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিলেন। কিন্তু ছবি তুলতে চাননি সংগীত শিল্পী। এরপর অসুস্থ হয়ে পড়েন সংগীত শিল্পী কেকে (KK) তথা কৃষ্ণকুমার কুননাথ। এরপর তাঁকে কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

সংগীত শিল্পীর মৃত্যুর খবর শুনে সোজা হাসপাতালে খুটে গেলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন, "শোকজ্ঞাপনের ভাষা নেই। আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। এরপর অনুপম রায়ের ফোন পেয়ে, আমি হাসপাতালে ফোন করে নিশ্চিত হই। এরপর ছুটে আসি। ম্যানেজার বললেন আজও অনুষ্ঠান ছিল। তারপর অসুস্থ হয়ে পড়ছিলেন। কোনও ভাষা নেই।"

সংগীত শিল্পীর জন্ম ২৩ অগাস্ট, ১৯৬৮। ছোটবেলা কাটে নয়াদিল্লিতে। বেসিক হিন্দি গানে জনপ্রিয় কেকে (KK)। ১৯৯৭ সালে 'হম দিল দে চুকে সনম' ছবিতে প্রথম প্লেব্যাক। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ড পান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.