ঈদে রুপো কুড়োতে সল্টলেকের রাস্তায় মানুষের ঢল

বিধাননগর: ঈদে রুপো কুড়োতে মানুষের ঢল নামল সল্টলেকের রাস্তায়। রাস্তার ধারে সার সার মানুষ। মাথা নিচু করে সবাই কিছু একটা খুঁজতে ব্যস্ত।   

Updated By: Jul 29, 2014, 04:03 PM IST

বিধাননগর: ঈদে রুপো কুড়োতে মানুষের ঢল নামল সল্টলেকের রাস্তায়। রাস্তার ধারে সার সার মানুষ। মাথা নিচু করে সবাই কিছু একটা খুঁজতে ব্যস্ত।   

সল্টলেকের রাস্তায় রুপো কুড়োতে ঢল নামল মানুষের। পাওয়া যাচ্ছে ছোট ছোট রুপোলি দানা। যদিও আসলে সেগুলি রুপোর কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আজ সকালে সিটি সেন্টারের সামনের রাস্তায় রুপোলি দানা দেখতে পান পথচারীরা। রটে যায়, রাস্তায় রুপো ছড়িয়ে রয়েছে। এরপরই কয়েকশো মানুষের ভিড় জমে যায় রাস্তায়। সকলেই রুপোলি দানা কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন। আটকে পড়ে যানবাহন। ভিড়ে ঠাসা রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিসকে। রুপোলি দানাগুলি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

সকাল এগারোটা নাগাদ সল্টলেক সিটি সেন্টার আইল্যান্ড থেকে রামকৃষ্ণ মঠ আইল্যান্ড পর্যন্ত পথচারীরা দেখতে পান ছোট রুপোলি বল। রটে যায়, রাস্তায় রুপো ছড়িয়ে। সবাই নেমে পড়েন সেগুলি কুড়োতে। রাস্তায় যানজট।

বিধাননগর উত্তর থানার পুলিস, বিধাননগর ট্রাফিক পুলিস ঘটনাস্থলে আসে। যানজট স্বাভাবিক করতে চেষ্টা। যেভাবে মানুষের ঢল নামে তাতে হিমশিম খেতে হয় তাদের। কোনও গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় পড়তে পড়তে গিয়েছে।

.