অবশেষে গ্রেফতার বামনগাছিকাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার

অবশেষে গ্রেফতার বামনগাছিকাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার

Updated By: Jul 9, 2014, 11:27 AM IST

অবশেষে গ্রেফতার করা হল বামনগাছিকাণ্ডে মূল অভিযুক্ত শ্যামল কর্মকার। শ্যামল কর্মকারকে বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে গ্রেফতার করে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিসের তদন্তকারী দল। এর আগে সৌরভ চৌধুরী খুনের ঘটনায় আরও আটজনকে গ্রেফতার করেছিল পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস বেশ কয়েকটি জায়গার নাম পায়। তল্লাসি শুরু হয়। কলকাতার একাধিক জায়গায় তল্লাসি চালায় পুলিস। কিন্তু শ্যামলের খোঁজ মেলেনি।

এরপরেই অতিরিক্ত পুলিস সুপার ভাস্কর মুখার্জির নেতৃত্বে একটি দল চলে যায় তারাপীঠে। সকাল থেকে শ্যামলের ওপর নজর রাখেন সাদা পোশাকের পুলিস কর্মীরা। পুলিসকে ঠকাতে মাথা নেড়া করেছিল শ্যামল। এরপর রাতে রামপুরহাট স্টেশনে চলে যায় শ্যামল। সেখানেই জিআরপির সাহায্যে শ্যামলকে গ্রেফতার করে পুলিস।

পুলিস মনে করছে, রামপুরহাট স্টেশন থেকে পালানোর পরিকল্পনা ছিল শ্যামল কর্মকারের। পুলিস ইতিমধ্যেই ধৃতদের আলাদা আলাদ করে জেরা করেছে। সেই বক্তব্যের সঙ্গে শ্যামলের বক্তব্য মিলিয়ে দেখতে তাকে হেফাজতে নিতে চায়। জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিস সুপার তন্ময় রায়চৌধুরী।

.