পরিবহণ মন্ত্রীর ইস্তফার দাবি শ্যামল চক্রবর্তীর

পরিবহণ কর্মীর আত্মহত্যার ঘটনায় পরিবহণ মন্ত্রীর ইস্তফা দাবি করলেন শ্যামল চক্রবর্তী। পরিবহণ ক্ষেত্রে সরকারের ভর্তুকি বন্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন শ্যামলবাবু। তাঁর বক্তব্য, ভর্তুকি বন্ধের কথা না বলে সরকার বরং পরিবহণ সংস্থাগুলিকে লাভজনক করার পদক্ষেপ নিক।

Updated By: Jan 26, 2012, 07:22 PM IST

পরিবহণ কর্মীর আত্মহত্যার ঘটনায়  পরিবহণ মন্ত্রীর ইস্তফা দাবি করলেন শ্যামল চক্রবর্তী। পরিবহণ ক্ষেত্রে সরকারের ভর্তুকি বন্ধের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন শ্যামলবাবু। তাঁর বক্তব্য, ভর্তুকি বন্ধের কথা না বলে সরকার বরং পরিবহণ সংস্থাগুলিকে লাভজনক করার পদক্ষেপ নিক। পরিবহণ কর্মীর আত্মহত্যার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেছে সিপিআইএম। বৃহস্পতিবার সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী এই ঘটনার জেরে পরিবহণ মন্ত্রীর ইস্তফার দাবি তোলেন।  শ্যামল চক্রবর্তীর বক্তব্য, সরকারের উচিত অবিলম্বে আত্মঘাতী পরিবহণ কর্মীর স্ত্রী বা পরিবারের অন্য কোনও সদস্যকে চাকরি দেওয়া। সরকার পরিবহণ ক্ষেত্রে ভর্তুকি বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তারও তীব্র প্রতিবাদ করেন তিনি। তাঁর মতে সরকার যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, তাতে পরিবহণ সংস্থাগুলি আরও রুগ্ন হয়ে যাবে। এই পরিস্থিতিতে সরকার ভর্তুকি বন্ধের কথা না বলে পরিবহণ সংস্থাগুলিকে লাভজনক করার পদক্ষেপ নিক বলে দাবি তোলেন তিনি।
অন্যদিকে বৃহস্পতিবার মেট্রোচ্যানেলে এক ধিক্কার মিছিলে সামিল হয়ে, একই অভিযোগই তুলল পরিবহণ কর্মী সংগঠনগুলি।

.