বিজেপিতে যোগ দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা

আজ দুপুর ২টোয়া বিজেপি সদর দফতরে যাওয়ার কথা রয়েছে তাঁর।

Updated By: Feb 18, 2019, 03:45 PM IST
বিজেপিতে যোগ দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা

নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে যোগ দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা।  আজ রাজ্য বিজেপি সদর দফতরে বিজেপিতে যোগদান করবেন তিনি। তাঁরই সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার কথা রয়েছেন অভিনেতা বিশ্বজিত্ চট্টোপাধ্যায়েরও।

কানাঘুষো আগেই শোনা গিয়েছিল। এবার সেই সন্দেহের অবসান।  বিজেপি সূত্রে খবর,  সোমবারই পদ্ম শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা। এক সময় শঙ্কুর ওপর ভরসা রেখেই তাঁকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেসবই এখন অতীত। ‘মধুর’ সেই সম্পর্কের রঙ বদলে যেতে শুরু করেছিল অনেক  আগে থেকেই।  সারদাকাণ্ডে সিবিআই তলবের পর থেকেই দলের ‘শুদ্ধিকরণ’ লক্ষ্যে আস্তে আস্তে শঙ্কুদেবের ডানা ছাঁটা শুরু করেন মমতা। তাঁর সব পদের আগেই ‘প্রাক্তন’ শব্দটি জুড়তে শুরু করে।  চার বছর আগে তাঁকে তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: লালগড়ের হয়েছিল বুদ্ধগয়া বিস্ফোরণের প্রশিক্ষণ, চাঞ্চল্যকর তথ্য

শঙ্কু ছাত্র নেতা হয়ে দলের বিড়ম্বনা বাড়িয়েছিলেন। সারদায় জড়িয়ে দলকে অস্বস্তিতেও ফেলেছেন। এর আগে ১১ বার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন। কিন্তু ১২তম দিনে এসে, সব গুলিয়ে গেল। দলের মধ্যে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারাচ্ছিলেন শঙ্কুদেব পণ্ডা।  শঙ্কুদেবও কার্যত নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন।

এরপর বঙ্গীয় রাজনীতিতে বদল এসেছে অনেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বক্ষণের সঙ্গী তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ই যোগ দেন বিজেপি। তাঁর যাওয়ার পর থেকেই  শঙ্কুদেব পণ্ডার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে তাতে ইতি টেনে মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। এই ঘটনা স্বাভাবিকভাবে  মমতা বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

.