কসবার পর আনন্দপুর, ফের স্রেফ সন্দেহের বশেই গণপিটুনি মহিলাকে

রবিবার সন্ধায় টালিগঞ্জের শ্রীমোহন লেনে ছেলেধরা সন্দেহে  এক মহিলাকে বেধরক মারধর করে স্থানীয় বাসিন্দারা। 

Updated By: Feb 18, 2019, 12:25 PM IST
কসবার পর আনন্দপুর, ফের স্রেফ সন্দেহের বশেই গণপিটুনি মহিলাকে

নিজস্ব প্রতিবেদন:  কসবার পর এবার  অনন্দপুরে। পশ্চিম চৌবাগাতেও এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ।

কসবার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ছেলেধরা সন্দেহে দু দুটি গণপিটুনি। এবার খোদ কলকাতায়। রবিবার সন্ধায় টালিগঞ্জের শ্রীমোহন লেনে ছেলেধরা সন্দেহে  এক মহিলাকে বেধরক মারধর করে স্থানীয় বাসিন্দারা। মহিলার বিরুদ্ধে অভিযোগ, সাত বছরের এক বালিকাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল সে। মেয়ের মায়ের চিত্‍কারে ছুটে আসে প্রতিবেশীরা। মহিলাকে আটক করে মারধর শুরু হয়। পরে টালিগঞ্জ থানার পুলিস এসে ওই মহিলাকে উদ্ধার করে।

আরও পড়ুন: কসবায় চোর সন্দেহে মহিলাকে গণপিটুনি

প্রসঙ্গত, গত শুক্রবার কসবার লস্করহাট খালপাড় এলাকাতেও চোর সন্দেহে ৩১ বছরের এক মহিলা গণপিটুনির শিকার হন বলে অভিযোগ। পরে জানা যায়, তাঁর ছেলে লস্করহাটে টিউশন পড়তে যায়। ছেলেকে আনতেই লস্করহাটে যান তিনি। হঠাত্ই গুজব ছড়িয়ে পড়ে শিশুচুরির উদ্দেশে এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। এরপরই ওই মহিলার  ওপর হামলা হয়।  পরে কসবা থানার পুলিস গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে।

 খোদ কলকাতা শহরে ২ দিনে তিন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটল ।   স্রেফ সন্দেহের বশে একের পর এক  গণপিটুনি।   চিন্তায় কলকাতা পুলিস।   নাগরিক সচেতনতায় নোটিস  জেলাতেও।  মানসিক চাপেই বাড়ছে  মারাত্মক প্রবণতা।  অন্যদিকে মনোবিদদের মত, এর পিছনে রয়েছে জঙ্গি আতঙ্কও। 

.