শুরু হল এসএফআইয়ের ৩৪ তম রাজ্য সম্মেলন

শুক্রবার থেকে শুরু হল এসএফআইয়ের ৩৪ তম রাজ্য সম্মেলন। জলপাইগুড়ির আলিপুরদুয়ারের ৩ দিন ধরে চলবে এই সমাবেশ। ১৯ টি জেলা থেকে ৪৭৫ জন যোগ দিয়েছেন এই সম্মেলনে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিমান বসু।

Updated By: Aug 24, 2012, 11:11 PM IST

শুক্রবার থেকে শুরু হল এসএফআইয়ের ৩৪ তম রাজ্য সম্মেলন। জলপাইগুড়ির আলিপুরদুয়ারের ৩ দিন ধরে চলবে এই সমাবেশ। ১৯ টি জেলা থেকে ৪৭৫ জন যোগ দিয়েছেন এই সম্মেলনে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিমান বসু। সম্মেলনে যোগ দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক চেয়ারম্যান বিমান বসু। ছিলেন সিপিআইএম নেতা গৌতম দেব, এসএফআইয়ের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ঋতব্রত ব্যানার্জি।
আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে একটি প্রকাশ্য সমাবেশেরও আয়োজন করা হয়। দেশজুড়ে খাদ্য সুরক্ষা নীতি, কৃষিনীতির নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বিমান বসু। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও বর্তমান সরকারের কড়া সমালোচনা করেন তিনি। অন্যদিকে সরকার কোনও ভাল কাজ করতে চাইলে বামফ্রন্ট তাদের পাশে থাকবে বলে জানান সিপিআইএম নেতা গৌতম দেব।

.