বেনিয়াপুকুরে ধর্ষণের দিনই ফের বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রীর
কলকাতা পুলিসের অনুষ্ঠানে এসে ধর্ষণ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বাংলার মেয়েদের সম্মানহানি ঘটাতে অনেক সময়ই অপপ্রচারের চক্রান্ত চালানো হচ্ছে। তিনি বলেন, সত্যি কোনও অপরাধের ঘটনা ঘটলে দোষীদের শাস্তি দেওয়া হবে।
কলকাতা পুলিসের অনুষ্ঠানে এসে ধর্ষণ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন বাংলার মেয়েদের সম্মানহানি ঘটাতে অনেক সময়ই অপপ্রচারের চক্রান্ত চালানো হচ্ছে। তিনি বলেন, সত্যি কোনও অপরাধের ঘটনা ঘটলে দোষীদের শাস্তি দেওয়া হবে।
এদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের দিনই ফের কলকাতায় ঘটে গেছে ধর্ষণের ঘটনা। বেনিয়াপুকুর এলাকায় ধর্ষিতা তরুণী মুম্বইয়ের বাসিন্দা। কাজের খোঁজে মুম্বই থেকে আক্রা সন্তোষপুর এলাকায় কাকার বাড়ি আসেন এই তরুণী। কিন্তু বাড়িতে কাকিমার সঙ্গে বচসা হওয়ায় বেরিয়ে যান তরুণী। ট্রেনে করে মুম্বই ফিরে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে এসেছিলেন তিনি। সেখানেই মিন্টু ভোরা নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তরুণীর দাবি মিন্টু তাঁকে মুম্বইয়ে ফেরার টাকা দেবার লোভ দেখায়।
বৃহস্পতিবার টাকা দেওয়ার নাম করে মিন্টু ট্যাক্সি করে প্রথমে ওই তরুণীকে হাওড়ায় নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে কিছু সময় কাটানোর পর তোপসিয়ায় একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। পরে গভীর রাতে ট্যাক্সি করে আনা হয় লেডিস পার্কে। অভিযোগ, সেখানে যুবকটির দেওয়া ঠাণ্ডা পানীয় খেয়ে আচ্ছন্ন হয়ে পড়ে ওই তরুণী। এরপর পার্ক লাগোয়া একটি গলিতে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সকালে হুঁশ ফেরার পর বেনিয়াপুকুর থানা খুঁজে অভিযোগ দায়ের করেন তিনি। ডাক্তারি পরীক্ষার পর আজ ওই তরুণীকে শিয়লদহ আদালত তোলা হয়। সোমবার তাঁর গোপন জবানবন্দি নেওয়া হতে পারে। তাঁর বর্ণনা অনুযায়ী অভিযুক্ত যুবকের স্কেচ আঁকানো হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস।
আপাতত ওই তরুণীকে সল্টলেকের একটি হোমে রাখা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে পুলিস অফিসারদের। অল্প সময়ে পরিচয় হওয়া এক অচেনা যুবকের কথায় কীকরে বিশ্বাস করলেন ওই তরুণী? এছাড়াও লেডিস পার্কের মতো জনবহুল এলাকায় এই ধরণের ঘটনা ঘটল। অথচ চের পেলেননা কেউ? তদন্তকারী অফিসারেরা এরকম না জানা বেশ কিছু প্রশ্ন হাতড়ে বেড়াচ্ছেন। যার উত্তর পাওয়া গেলে এরহস্যের কিনারা হবে বলে মনে করছে।
এর আগেও বহুবার ধর্ষণের ঘটনা নিয়ে বিভিন্ন তীর্যক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ক্রমাগত বেড়েও চলেছে ধর্ষণের ঘটনা। কিন্তু তারপরও মুখ্যমন্ত্রীর এরকম মন্তব্য কি পুলিস প্রশাসনের অকর্মন্যতা আড়াল করারই তাগিদ?