শিক্ষামন্ত্রীর অনুরোধে কলেজ খোলা নিয়ে বৈঠকে বসছে স্কটিশ চার্চ কর্তৃপক্ষ

শিক্ষামন্ত্রীর অনুরোধে আজ ফের বৈঠকে বসছে স্কটিশ চার্চ পরিচালন সমিতি। পুজোর আগেই কলেজ খুলতে অনুরোধ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কলেজ খোলার উপায় খুঁজবেন তাঁরা। গত শনিবার পরিচালন সমিতির বৈঠকে সমাধানসূত্র বেরোয়নি। বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষকে ফোন করেন শিক্ষামন্ত্রী। বিশপ হাউসেও ফোন করেন তিনি।

Updated By: Oct 3, 2016, 11:33 AM IST
শিক্ষামন্ত্রীর অনুরোধে কলেজ খোলা নিয়ে বৈঠকে বসছে স্কটিশ চার্চ কর্তৃপক্ষ

ওয়েব ডেস্ক: শিক্ষামন্ত্রীর অনুরোধে আজ ফের বৈঠকে বসছে স্কটিশ চার্চ পরিচালন সমিতি। পুজোর আগেই কলেজ খুলতে অনুরোধ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কলেজ খোলার উপায় খুঁজবেন তাঁরা। গত শনিবার পরিচালন সমিতির বৈঠকে সমাধানসূত্র বেরোয়নি। বিষয়টি জানতে পেরে কলেজ কর্তৃপক্ষকে ফোন করেন শিক্ষামন্ত্রী। বিশপ হাউসেও ফোন করেন তিনি।

আরও পড়ুন- শিক্ষামন্ত্রীর আর্জিতে পুজোর আগেই খুলছে স্কটিশচার্চ কলেজ

এতদিন কলেজ বন্ধ না রেখে যাতে দ্রুত কলেজ খোলা হয়, সেবিষয়ে আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়। গত বুধবার স্কটিশচার্চ কলেজে একটি মিটিং চলাকালীন গণ্ডগোল শুরু হয়। ওই মিটিংয়ে ইউনিয়নের বিক্ষোভের জেরে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এখন দেখার শিক্ষামন্ত্রীর এই অনুরোধে জটিলতা কতটা কাটে।

আরও পড়ুন- অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কটিশ চার্জ কলেজ

.