School Fees: স্কুল ফিজ নিয়ে তুলকালাম, ক্লাস করতে দেওয়া হল না ছাত্রীদের
অভিভাবকদের বক্তব্য, স্কুলের মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে। এককালীন যে টাকা চাওয়া হয়েছিল, তা তাঁরা দিতে পারেননি। কিছু টাকা দিয়েছেন, বাকি টাকা দেওয়ার জন্য সময় চেয়েছেন।
নিজস্ব প্রতিবেদন : স্কুলের ধার্য করা পুরো টাকা না দেওয়ায় স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিবা ঢুকতে দেওয়া হয়েছে তো ক্লাস করতে দেওয়া হয়নি। ভিতরে আটকে রাখা হয়েছে। অভিযোগ অভিভাবকদের। অভিভাবকদের বক্তব্য, তাঁরা হাইকোর্টের নিয়ম অনুসারে স্কুলের ৫০ শতাংশ ফিজ জমা দিয়েছেন। কিন্তু তারপরেও তাঁদের সন্তানদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এই ইস্যুতে আজ সকাল থেকে কার্যত তুলকালাম বাঁধল জিডি বিড়লা ও বালিগঞ্জে মহাদেবী বিড়লা শিশু বিহারে।
বেশকিছু ছাত্রীকে স্কুলের ঢুকতে না দেওয়ায় স্কুলের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রায় ৮ থেকে ১০ জন ছাত্রী এদিন সকাল ৮টা থেকে মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিল অভিভাবকদের সঙ্গে। স্কুল কর্তৃপক্ষের সাথে রীতিমতো অভিভাবকদের বচসা বাঁধল। ধাক্কাধাক্কিও হয়। আবার ভিতরে ঢুকতে দেওয়া হলেও ক্লাস করতে দেওয়া হয়নি। অভিভাবকের বক্তব্য যদি ক্লাস করতে না দেওয়া-ই হয়, তাহলে কেন স্কুলের মধ্যে আটকে রাখা হচ্ছে ছাত্রীদের? তাদের বের করে আনা হোক।
অভিভাবকদের বক্তব্য, স্কুলের মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে। এককালীন যে টাকা চাওয়া হয়েছিল, তা তাঁরা দিতে পারেননি। কিছু টাকা দিয়েছেন, বাকি টাকা দেওয়ার জন্য সময় চেয়েছেন। তবে স্কুল কর্তৃপক্ষ তা মানতে নারাজ। অভিভাবকদের অভিযোগ, টাকা দিতে না পারায় ছাত্রীদের রিপোর্ট কার্ড দেওয়া হয়নি। ছাত্রীদের ক্লাস করতে দেওয়া হচ্ছে না। তাঁদের সাথে কোনওরকম কথাই বলছে না স্কুল কর্তৃপক্ষ। তাঁরা যে সময় চেয়েছেন, তাও মানছে না কর্তৃপক্ষ।
আরও পড়ুন, Md Selim: গিয়াসউদ্দিন দলের সম্পদ; দায় এড়াতে পারে না তৃণমূল, আলিয়াকাণ্ডে তোপ সেলিমের
Mamata Banerjee: 'পৈশাচিক' রামপুরহাটকাণ্ডে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা, পরমব্রতদের