হাইটেনশন লাইনের বিপদ কাটাতে উদ্যোগ এসবিআই পার্ক সর্বজনীন ক্লাবের উদ্যোক্তাদের

পুজো মন্ডপের ঠিক পাশ দিয়ে টানা হয়েছে বিপজ্জনক হাইটেনশন ইলেকট্রিকের লাইন। যে কোনও মুহূর্তে বড়সড় যে কোনও বিপদ ঘটে যেতে পারে। এই সমস্যা থেকে উদ্ধার পেতে সিইএসসি-কে আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি। বিপদ কাটাতে এবার তাই পথে নামলেন ক্লাবের উদ্যোক্তারাই।

Updated By: Aug 7, 2016, 04:13 PM IST
হাইটেনশন লাইনের বিপদ কাটাতে উদ্যোগ এসবিআই পার্ক সর্বজনীন ক্লাবের উদ্যোক্তাদের

ওয়েব ডেস্ক: পুজো মন্ডপের ঠিক পাশ দিয়ে টানা হয়েছে বিপজ্জনক হাইটেনশন ইলেকট্রিকের লাইন। যে কোনও মুহূর্তে বড়সড় যে কোনও বিপদ ঘটে যেতে পারে। এই সমস্যা থেকে উদ্ধার পেতে সিইএসসি-কে আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি। বিপদ কাটাতে এবার তাই পথে নামলেন ক্লাবের উদ্যোক্তারাই।

পুজোর বাজেট কাটছাট করে ৮ লক্ষ টাকা সিইএসসি-কে দিয়ে হাইটেশন লাইন সরানোর ব্যবস্থা করা হয়েছে। থিমের রূপকার ভবতোষ সুতারও তাঁর নিজের থেকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন ক্লাবকে। এসবিআই পার্ক সর্বজনীনে ক্লাবের উদ্যোক্তারা এখন অনেকটাই নিশ্চিন্ত। মাটির তলা দিয়ে ইলেকট্রিক লাইন টানার ব্যবস্থাও পাকা।

.