'আর বলব না', রবি-অপরাহ্নে Dilip-কে বললেন Saumitra; অনুজকে ক্ষমা BJP-র রাজ্য সভাপতির

নেট মাধ্যমে দিলীপ ও শুভেন্দুকে নিশানা করেছিলেন সৌমিত্র (Saumitra Khan)।   

Updated By: Jul 25, 2021, 07:55 PM IST
'আর বলব না', রবি-অপরাহ্নে Dilip-কে বললেন Saumitra; অনুজকে ক্ষমা BJP-র রাজ্য সভাপতির

নিজস্ব প্রতিবেদন: নেটমাধ্যমে দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করেছিলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তা নিয়ে কম বিতর্ক হয়নি! সৌমিত্রকে 'জোকার' বলে বিঁধেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। এক মাস ঘুরতে না ঘুরতেই রবি-অপরাহ্নে মধুরেণ সমাপয়েৎ। দিলীপ ঘোষের কাছে ক্ষমাপ্রার্থনা করে যুব মোর্চার সভাপতি বলেন,'আবেগে বলে ফেলেছি। আর বলব না।' 

সূত্রের খবর, রবিবার হেস্টিংসে দলের কার্যলয়ে যুব মোর্চার রাজ্য কার্যকারিণীর বৈঠকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন,'সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলেছি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সবটাই আবেগের বশে বলেছি। আর কখনও এমন বলব না।' দিলীপ ঘোষের দিকে তাকিয়ে ক্ষমা প্রার্থনাও করেন তিনি। 

সৌমিত্রর (Saumitra Khan) আচরণ নিয়ে জেপি নাড্ডার (JP Nadda) কাছে নালিশ করে এসেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে এ দিন অনুজকে ক্ষমা করে দিয়েছেন 'বড় দাদা'। সাংবাদিকদের বিজেপির রাজ্য সভাপতি বলেন,'সৌমিত্র আগে দেখা করেছে। একটু বেশি আবেগী। অনেক কিছু বলে ফেলে মাঝে মধ্যে।'

যুব সভাপতির পদ থেকে ইস্তফার ঘোষণা করে ফেসবুক লাইভে সৌমিত্র খাঁ (Saumitra Khan) বলেছিলেন, 'এক নেতা এসেছেন, যিনি বলছেন তাঁর নেতৃত্বে সব কিছু হয়েছে। এই যিনি বিধানসভার দলনেতা হয়েছেন তিনি নিজেকে জাহির করছেন, দলকে নয়। তিনি দিল্লি যাচ্ছেন বারবার। নেতাদের ভুল বুঝিয়ে প্রমাণ করতে চাইছেন তিনিই সবচেয়ে বড় নেতা।' দিলীপ ঘোষকে নিয়ে বলেছিলেন,'সভাপতিকে বললেও অর্ধেকটা বোঝেন, অর্ধেকটা বোঝেন না। বাংলা বিজেপি যেভাবে চলছে, তাতে ভালো কিছু হবে না।' তার পর দিলীপ (Dilip Ghosh) কটাক্ষ করেছিলেন,'পাগলামির সীমা থাকে। রাজনীতিতে জোকারদের গুরুত্ব থাকে সবসময়।'

আরও পড়ুুন- বাংলার ছকেই ত্রিপুরা দখলের কৌশল TMC-র, নামানো হচ্ছে পেশাদার সংস্থা IPAC-কে

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
        

.