সারদায় সিবিআই- নীতুকে গ্রেফতারির পর এবার আরও ৬ জনের বাড়িতে তল্লাসি

ধৃত ইস্টবেঙ্গল কর্তা দেব্রবত সরকার ওরফে নীতু সরাসরি সারদার সঙ্গে যুক্ত ছিলেন। সেবি ও আরবিআইয়ের মতো আর্থিক নিয়ামক সংস্থাগুলির সঙ্গে মধ্যস্থতার জন্য প্রতিমাসে টাকা নিতেন লাল-হলুদ কর্তা। এমনই দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের। অন্যদিকে, সারদাকাণ্ডে গতকাল নীতুর গ্রেফতারের পর আজ তাঁর ঘনিষ্ঠ ছজনের বাড়িতে তল্লাসি চালাতে পারে সিবিআই।

Updated By: Aug 21, 2014, 07:48 PM IST
সারদায় সিবিআই- নীতুকে গ্রেফতারির পর এবার আরও ৬ জনের বাড়িতে তল্লাসি

ওয়েব ডেস্ক: ধৃত ইস্টবেঙ্গল কর্তা দেব্রবত সরকার ওরফে নীতু সরাসরি সারদার সঙ্গে যুক্ত ছিলেন। সেবি ও আরবিআইয়ের মতো আর্থিক নিয়ামক সংস্থাগুলির সঙ্গে মধ্যস্থতার জন্য প্রতিমাসে টাকা নিতেন লাল-হলুদ কর্তা। এমনই দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের। অন্যদিকে, সারদাকাণ্ডে গতকাল নীতুর গ্রেফতারের পর আজ তাঁর ঘনিষ্ঠ ছজনের বাড়িতে তল্লাসি চালাতে পারে সিবিআই।

ইতিমধ্যেই তলব করা হয়েছে কলকাতার দুই ব্যবসায়ীকে। তল্লাসি চালানো হতে পারে মুম্বইয়ের এক ব্যবসায়ীর বাড়িতেও।

সেবি ও আরবিআইয়ের সঙ্গে সারদার টাকা লেনদেনে মধ্যস্থতা করতেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। দাবি সুদীপ্ত সেনের। আরও ছজনের বাড়িতে তল্লাসির তোড়জোড় সিবিআইয়ের।

.