সারদায় সিবিআই! আজ হয়তো সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট
আজ ফের সুপ্রিম কোর্টে সারদা মামলার শুনানি। সারদা মামলায় সিবিআই তদন্তের বিষয়ে বক্তব্য জানাবেন সরকারী আইনীজীবী। হলফনামায় কুণাল ঘোষের বক্তব্য জানাবেন আইনজীবী। কুণাল ঘোষ সহ চার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে কেলেঙ্কারিতে জড়িত, হলফনামায় জানাবে রাজ্যও। এর আগে রাজ্যের সায় না থাকলেও সারদাকাণ্ডে কুণাল ঘোষের গোপন জবানবন্দির পক্ষেই মত দেয় সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে আজ সারদা মামলার শুনানি। আজই এই মামলায় সিবিআই তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আদালত। সারদাকাণ্ডকে বড়সড় ষড়যন্ত্র আখ্যা দিয়ে আদালত প্রশ্ন তোলে, কেন এমন একটা সাড়া জাগানো ঘটনায় সিবিআই তদন্তে রাজি নয় সরকার।
সরকারের তরফে নানা ব্যাখ্যা খাড়া করা হয়। তবে তাতে আদালত যথেষ্ট খুশি হতে পারেননি। এই ষড়যন্ত্রে কারা কারা লাভবান, হলফনামা দিয়ে রাজ্যকে তা জানাতে বলে বিচারপতি টিএস ঠাকুর ও বিচারপতি সি নাগাপ্পানের বেঞ্চ। গত ন'তারিখ হলফনামা দেয় রাজ্য সরকার। রাজ্য জানায়, এই মামলায় নাম উঠে এসেছে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির।
এর মধ্যে তৃণমূল সাংসদ কুণাল ঘোষ সহ চারজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নামও আছে। মুখ বন্ধ খামে এরকম বেশ কিছু নাম আদালতকে জানায় রাজ্য। এঁদের সম্পর্কে কী কী প্রমাণ রয়েছে, আজ হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে তা জানানোর কথা রাজ্যের। অন্যদিকে গোপন জবানবন্দি দিতে দেওয়া হচ্ছে না বলে সুপ্রিম কোর্টে সারদা মামলায় অন্তর্ভূক্তির দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের আইনজীনী। আজ সে নিয়েও তাঁর আইনজীবীর বক্তব্য পেশ করার কথা।