বিরোধীদের ওপর সন্ত্রাস চালানো হচ্ছে, শপথ নিয়েই তোপ শমীকের
বিধায়ক পদে শপথ নিয়েই সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের মদতেই বিরোধীদের ওপর সন্ত্রাস চালানো হচ্ছে। শমীক ভট্টাচার্য ছাড়াও আজ শপথ নিয়েছেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বিধায়ক পদে শপথ নিয়েই সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের মদতেই বিরোধীদের ওপর সন্ত্রাস চালানো হচ্ছে। শমীক ভট্টাচার্য ছাড়াও আজ শপথ নিয়েছেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।
পনের বছর পর ফের রাজ্য বিধানসভায় পা রাখল বিজেপি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিধায়ক পদে শপথ নিয়েছেন বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। শপথ শেষে তিনি বলেন, রাজ্যে এখন বিরোধী দল আসলে বিজেপিই। উপনির্বাচনের ফল তারই প্রমাণ বলে দাবি করেছেন তিনি। সরব ছিলেন শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়েও।
বিধানসভায় বিজেপি আলাদা ঘরের দাবি জানাবে বলে জানিয়েছেন নবনির্বাচিত এই বিজেপি বিধায়ক। চৌরঙ্গী কেন্দ্র থেকে জয়ী তৃণমূল কংগ্রেসের নয়না বন্দ্যোপাধ্যাও শপথ নিয়েছেন শুক্রবার। বিধায়ক হিসেবে এটি তাঁর দ্বিতীয় ইনিংস। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়নি কংগ্রেস।