রোজভ্যালির দুই আধিকারিককে তলব ইডির
Updated By: Sep 26, 2014, 01:24 PM IST
কলকাতা: রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর পর এবার সংস্থার দুই আধিকারিককে ডেকে পাঠাল ইডি। সমন করা হয়েছে ইডির চিফ অ্যাকাউন্ট্যান্ট রামমোহকে। পাশাপাশি সমন করা হয়েছে ইডির অ্যাকাউন্টস অফিসার তরুণ পাণ্ডাকে। গত কালও তরুণ পাণ্ডাকে জেরা করে ইডি।
চিটফান্ডকাণ্ডের তদন্তে এবার ইডির নজরে রোজভ্যালি গ্রুপ। বৃহস্পতিবার ইডির দফতরে হাজির হন রোজ ভ্যালি গ্রুপের চেয়ারম্যান গৌতম কুন্ডু । খুব অল্প সময় সেখানে ছিলেন। তিনি নিজেই ইডি দফতরে এসেছিলেন বলে দাবি করেছেন রোজ ভ্যালি গ্রুপের কর্ণধার।
যদিও ইডি সূত্রের খবর, তাঁকে তলব করা হয়েছিল। এর আগে দুবার ডেকে পাঠানো সত্ত্বেও হাজির হননি রোজভ্যালি কর্তা। তাই এদিন তাঁকে তলব করা হয়েছিল বলে ইডি সূত্রে জানা গেছে। রোজ ভ্যালি গ্রুপের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগেই সিল করে দিয়েছে ইডি।