Sadhan Pande অসুস্থ, ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে Subrata

ভোট চলাকালীন গত এপ্রিলে অসুস্থ হয়ে পড়েছিলেন সাধন পাণ্ডে (Sadhan Pande)। 

Updated By: Aug 20, 2021, 10:33 PM IST
Sadhan Pande অসুস্থ, ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে Subrata

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরে অসুস্থ মানিকতলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pande)। ফাঁকা পড়ে তাঁর ক্রেতা সুরক্ষা দফতর। সে কারণে ওই দফতরের দায়িত্ব দেওয়া হল সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee)। পঞ্চায়েত দফতরের সঙ্গে অতিরিক্ত দফতর পেলেন তিনি। আপাতত দফতরবিহীন মন্ত্রী হয়ে গেলেন সাধন (Sadhan Pande)। 

ভোট চলাকালীন গত এপ্রিলে অসুস্থ হয়ে পড়েছিলেন সাধন পাণ্ডে (Sadhan Pande)। সে দফায় বাড়ি ফিরেছিলেন। গতমাসে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ভেন্টিলেশনেও রাখা হয় মানিকতলার বিধায়ককে। এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। ফলে থমকে রয়েছে তাঁর দফতরের কাজকর্ম। সেজন্য তাঁর দফতর সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত দফতরহীন মন্ত্রী থাকবেন সাধন।    

রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর ক্রেতা সুরক্ষা। সে কারণে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন বলে মনে করছেন অনেকে। নতুন দফতর পাওয়ার পর সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) জানিয়েছেন,'আগামী সোমবার মুখ্যমন্ত্রীর কাছে দায়িত্ব বুঝে নেব।'   

আরও পড়ুন- দেশের প্রতিটি পরিবারকে মাসে ৭,৫০০ টাকা দিক কেন্দ্র, বিরোধী বৈঠকে দাবি Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

        

.