পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়ে গেল রাজ্য সবলা মেলা ২০১৭

শীত মানেই শহরজুড়ে মেলার হাতছানি। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে শুরু হয়ে গেল রাজ্য সবলা মেলা ২০১৭। মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

Updated By: Dec 12, 2017, 09:16 AM IST
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়ে গেল রাজ্য সবলা মেলা ২০১৭

নিজস্ব প্রতিবেদন: শীত মানেই শহরজুড়ে মেলার হাতছানি। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে শুরু হয়ে গেল রাজ্য সবলা মেলা ২০১৭। মেলা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন : চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজে ফাটল, বিচ্ছিন্ন মেদিনীপুর-বাঁকুড়া সড়ক যোগাযোগ

সল্টলেক সেন্ট্রাল পার্কে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে, ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুজিত বসুও। মেলায় থাকছে ৩২০ টি স্টল। স্টলে মিলবে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের হাতে তৈরি বিভিন্ন কারু শিল্পের কাজ। ঘর সাজানোর জন্য রকমারি জিনিস। মেলায় প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। থাকছে বালুচরি, জামদানি, জারদৌসির মতো নানা নজরকাড়া শাড়ির পসরা।

আরও পড়ুন : বেসরকারি মাদ্রাসা স্কুলের ঘর থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

.