'আমি ভালোর সঙ্গে', লাল, সবুজ ঘুরে গেরুয়া হয়ে ব্যাখ্যা Rudranil-র

লাল থেকে সবুজ। শনিবার অমিত শাহের বাড়িতে গেরুয়া হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। পরে Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'পশ্চিমবঙ্গ মানেই এখন দুর্নীতি। তার শিকার সাধারণ মানুষ। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু হল।'    

Updated By: Jan 30, 2021, 10:43 PM IST
'আমি ভালোর সঙ্গে', লাল, সবুজ ঘুরে গেরুয়া হয়ে ব্যাখ্যা Rudranil-র

নিজস্ব প্রতিবেদন: লাল থেকে সবুজ। শনিবার অমিত শাহের বাড়িতে গেরুয়া হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। পরে Zee ২৪ ঘণ্টাকে তিনি বলেন,'পশ্চিমবঙ্গ মানেই এখন দুর্নীতি। তার শিকার সাধারণ মানুষ। দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুরু হল।'    

রুদ্রনীলের (Rudranil Ghosh) বাড়িতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তখনই শুরু হয় জল্পনা। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, বিজেপিতে যোগদান নিয়ে ভাবনাচিন্তা করছেন। তারপর দিন কয়েক ধরে রুদ্রনীলের (Rudranil Ghosh) কথাবার্তায় বোঝা যাচ্ছিল, তাঁর 'গেরুয়াকরণ' সময়ের অপেক্ষা। শনিবার বিমানে দিল্লি পৌঁছন রুদ্রনীল ঘোষ। তাঁর আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক শুরু করে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়রা (Rajib Banerjee)। পরে সেখানে যান রুদ্রনীল (Rudranil Ghosh)। বলেন,'আমার ফ্লাইটে সমস্যা হয়েছিল। মিনিট ১৫ পরে এসেছি। প্রোটোকল মেনে ঢুকতে দেরি হয়েছে। সবাই একসঙ্গে যোগ দিলাম। একইলক্ষ্যে এগোতে চাই।' তিনি আরও বলেন,'পশ্চিমবঙ্গ মানেই দুর্নীতি। দুর্নীতির শিকার সাধারণ মানুষ। শৌচালয়, আমফান ও বাড়ি তৈরির টাকা গিয়েছে দলীয় নেতা-কর্মীর কাছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হল। পুরনো বিজেপি কর্মীদের পাশে মানুষ এসে দাঁড়াচ্ছেন। প্রচুর মানুষ আসছেন।'

আরও পড়ুন- রাজ্যজুড়ে ৫ পরিবর্তন রথযাত্রা করবে BJP, ফেব্রুয়ারিতে সূচনা করবেন Nadda

কিন্তু, এভাবে বারবার দলবদল? রুদ্রনীলের জবাব,'আমার যেটা মনে হয় ২০১১ সাল পর্যন্ত মানুষ ছিলেন লাল। তারপর থেকে মানুষ সবুজ। ২০১৯ সালের পর অর্ধেক গেরুয়া। মানুষ ভালো থাকতে চান। আমি ভালোর সঙ্গে রয়েছি।'

আরও পড়ুন- 'বাংলার জন্য স্পেশাল প্যাকেজ চাই,' শাহি দরবারে BJP-তে Rajib

.