বায়ুসেনা জওয়ানের মৃত্যুর ৪৮ ঘণ্টা কেটে গেলেও অধরা মূল অভিযুক্ত

বুধবার কাকভোরে রেড রোডে সেনা মহড়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বায়ুসেনা জওয়ানের। কেটে গেছে আচটল্লিশ ঘণ্টা। এখনও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত আম্বিয়া সোহরাব। ফেরার তার ভাই সাম্বিয়া এবং বাবা মহম্মদ সোহরাবও। অভিযুক্তরা ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছে বলেই অনুমান পুলিস গোয়েন্দাদের। মোবাইল টাওয়ারের লোকেশন দেখে এমনটাই সন্দেহ পুলিসের। ঘটনার দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযুক্তেরা কলকাতাতেই ছিল বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। এরপরেই তিনজনের ফোনই সুইচ অফ করে দেওয়া হয়। তারপরই তারা ভিনরাজ্যে পাড়ি দেন বলে প্রাথমিক ভাবে জানা যায় পুলিস সূত্রে। রাতে আত্মীয়দের ফোন ট্র্যাক করে পুলিসের হাতে আসে নতুন তথ্য। বুধবার রাতে কোলাঘাট থেকে এক আত্মীয়কে ফোন করে সাম্বিয়া। দিনভর খানাতল্লাসি চালিয়েও কেন এখনও কারুর টিকি ছুঁতে পারল না পুলিস? উঠছে সেই প্রশ্নই। প্রভাবশালী যোগ থাকাতেই কি আম্বিয়া, সাম্বিয়া, সোহরাবকে ছুঁতে পারছে না পুলিস? বুধবার রাত পর্যন্ত রাজ্যে থাকলেও  কীভাবে  পুলিসের চোখে ধোঁয়া  দিলেন সোহরাবরা? সব মিলিয়ে সেনা মৃত্যুর তদন্তেও ফের বিতর্কে পুলিস।

Updated By: Jan 15, 2016, 10:50 PM IST
বায়ুসেনা জওয়ানের মৃত্যুর ৪৮ ঘণ্টা কেটে গেলেও অধরা মূল অভিযুক্ত

ওয়েব ডেস্ক: বুধবার কাকভোরে রেড রোডে সেনা মহড়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বায়ুসেনা জওয়ানের। কেটে গেছে আচটল্লিশ ঘণ্টা। এখনও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত আম্বিয়া সোহরাব। ফেরার তার ভাই সাম্বিয়া এবং বাবা মহম্মদ সোহরাবও। অভিযুক্তরা ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছে বলেই অনুমান পুলিস গোয়েন্দাদের। মোবাইল টাওয়ারের লোকেশন দেখে এমনটাই সন্দেহ পুলিসের। ঘটনার দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযুক্তেরা কলকাতাতেই ছিল বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। এরপরেই তিনজনের ফোনই সুইচ অফ করে দেওয়া হয়। তারপরই তারা ভিনরাজ্যে পাড়ি দেন বলে প্রাথমিক ভাবে জানা যায় পুলিস সূত্রে। রাতে আত্মীয়দের ফোন ট্র্যাক করে পুলিসের হাতে আসে নতুন তথ্য। বুধবার রাতে কোলাঘাট থেকে এক আত্মীয়কে ফোন করে সাম্বিয়া। দিনভর খানাতল্লাসি চালিয়েও কেন এখনও কারুর টিকি ছুঁতে পারল না পুলিস? উঠছে সেই প্রশ্নই। প্রভাবশালী যোগ থাকাতেই কি আম্বিয়া, সাম্বিয়া, সোহরাবকে ছুঁতে পারছে না পুলিস? বুধবার রাত পর্যন্ত রাজ্যে থাকলেও  কীভাবে  পুলিসের চোখে ধোঁয়া  দিলেন সোহরাবরা? সব মিলিয়ে সেনা মৃত্যুর তদন্তেও ফের বিতর্কে পুলিস।

.