একদিনের প্রতীকী ধর্মঘট রেশন ডিলারদের
মঙ্গলবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘটে সামিল হন রেশন ডিলাররা। রেশনে ভর্তুকির পরিবর্তে গ্রাহকদের কাছে সরাসরি ভর্তুকি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশের গণবন্টন ব্যবস্থা ভেঙে পড়ার মুখে।
মঙ্গলবার দেশজুড়ে একদিনের প্রতীকী ধর্মঘটে সামিল হন রেশন ডিলাররা। রেশনে ভর্তুকির পরিবর্তে গ্রাহকদের কাছে সরাসরি ভর্তুকি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের দাবি, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দেশের গণবন্টন ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। মূলত ছটি দাবিতে মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটে গেলেন রেশন ডিলাররা। এগুলি হল,
১) খাদ্য সুরক্ষা বিল প্রণয়ন ও রূপায়ন
২) রেশনে ভর্তুকির বদলে সরাসরি টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল
৩) গণবন্টন ব্যবস্থাকে আরও প্রসারিত করা
৪) রেশন দোকানে রেল টিকিট, ডাক টিকিট, রান্নার গ্যাস সহ অন্যান্য সামগ্রী বিক্রির অনুমতি দেওয়া
৫) রেশনে উপলব্ধ সামগ্রীর মান উন্নত করা
৬) রেশন ডিলারদের সরকারি কর্মী হিসেবে ঘোষণা করা
একদিনের প্রতিকী ধর্মঘটে কাজ না হলে আগামি দিনে লাগাতার ধর্মঘটে যাবার ব্যাপারেও চিন্তাভাবনা করছে রেশন ডিলারদের সংগঠন। ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে সংগঠনের সর্বভারতীয় কনভেনশনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।