রাজ্য ছাড়ছেন মধ্যমগ্রামের নির্যাতিতার পরিবার, পুনর্বাসনের আশ্বাস বিহারের মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে মেয়ের মৃত্যুর বিচার চাইতে আজ বিহারের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার পরিবার। নির্যাতিতা কিশোরীর বাবা জানিয়েছেন, এ রাজ্যের সরকার ও পুলিসের ভূমিকা সম্পর্কে নীতীশ কুমারকে তাঁরা জানাবেন। বেলা দেড়টায় কিশোরীর পরিবারের সদস্যরা নীতীশ কুমারের সঙ্গে দেখা করেন। তাঁদের পুনর্বাসেনর আশ্বাস দিয়েছেন নীতিশ।

Updated By: Jan 13, 2014, 11:59 PM IST

রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে মেয়ের মৃত্যুর বিচার চাইতে আজ বিহারের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার পরিবার। নির্যাতিতা কিশোরীর বাবা জানিয়েছেন, এ রাজ্যের সরকার ও পুলিসের ভূমিকা সম্পর্কে নীতীশ কুমারকে তাঁরা জানাবেন। বেলা দেড়টায় কিশোরীর পরিবারের সদস্যরা নীতীশ কুমারের সঙ্গে দেখা করেন। তাঁদের পুনর্বাসেনর আশ্বাস দিয়েছেন নীতিশ।

মেয়ের ওপর অমানবিক অত্যাচার। বাড়ি বদল। রাতের অন্ধকারে শুধু দুষ্কৃতীরাই নয়, বিহার ফিরে যেতে তাঁদের হুমকি দিয়েছে পুলিসও। শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে নির্যাতিতার। কিন্তু তার পরেও পাশে দাঁড়ায়নি পুলিস, পাশে দাঁড়ায়নি সরকার। উল্টে দ্রুত দেহ সত্কারে তত্পর হয়ে ওঠে পুলিস। পুলিস ও প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে গিয়ে ইতিমধ্যেই নালিশ জানিয়ে এসেছেন নির্যাতিতার বাবা-মা। গিয়েছেন জাতীয় মহিলা কমিশনেও। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারের আশায়। এবার তাঁরা বিহারের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ।

নির্যাতিতার মৃত্যুর পরই পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বিহার সরকার। কলকাতায় তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বিহার পুলিসের এক উচ্চপদস্থ কর্তা। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। মুখ্যমন্ত্রীর ডাকেই রবিবার শিয়ালদহ স্টেশন থেকে অকালতত্ এক্সপ্রেসে পটনা রওনা হন নির্যাতিতার বাবা মা এবং আত্মীয়রা। নির্যাতিতার বাবা জানিয়েছেন,কলকাতায় থেকেই তাঁরা লড়াই চালিয়ে যেতে চান।

মধ্যমগ্রামকাণ্ডে সিবিআই তদন্ত নয় কেন, তা নিয়ে রাজ্যের কাছে জবাব চেয়েছে কলকাতা হাই কোর্ট। মধ্যমগ্রামকাণ্ড নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অস্বস্তি বেড়েছে। এবার নির্যাতিতার পরিবার বিহারের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ায় রাজ্যের অস্বস্তি আরও কয়েকগুণ বাড়ল।

.