Kolkata: খোদ কলকাতা পুলিসের ওসি-র বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ!
ইন্দ্রনীল তালুকদার তাঁকে আশ্বস্ত করেন যে, তাঁর স্বামীকে খুঁজতে সাহায্য করবেন। সেই সূত্রেই তৈরি হয় এক বন্ধুত্বের সম্পর্ক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা পুলিসের ওসি-র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন এক মহিলা। পেশায় অভিনেত্রী ওই মহিলা। শ্বশুরবাড়ি বেগবাগানে। গোলপার্কে একটি আবাসনে নিজের পরিবার নিয়ে থাকেন। স্বামী ২০২১ সালে নিখোঁজ হয়ে যান। তারপর থেকে গোলপার্ক, বেকবাগান এলাকার বিভিন্ন থানায় এই মহিলা নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য যান। সেই সময় গোলপার্ক এলাকারই বাসিন্দা ইন্দ্রনীল তালুকদার, পেশায় কলকাতা পুলিসকর্মীর সঙ্গে মহিলার আলাপ হয়।
মহিলার বক্তব্য, সেইসময় ইন্দ্রনীল তালুকদার তাঁকে আশ্বস্ত করেন যে, তাঁর স্বামীকে খুঁজতে সাহায্য করবেন। সেই সূত্রেই তৈরি হয় এক বন্ধুত্বের সম্পর্ক। ধীরে ধীরে সেই সম্পর্ক আরও গভীরে পরিণত হয়। ওই মহিলার অভিযোগ, ইন্দ্রনীল তালুকদার তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন। কিন্তু কিছুদিন যাওয়ার পর ওই মহিলা জানতে পারেন যে, ইন্দ্রনীল তালুকদারের সঙ্গে অনেক মহিলারই বেআইনি সম্পর্ক আছে। একথা জেনে যাওয়ার পরই শুরু হয় অত্যাচার। থানায় অভিযোগ করেন মহিলা।
এদিকে থানায় অভিযোগ করার পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ওই মহিলাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে অভিযুক্ত পুলিসকর্মী। এমনকি এরপরেও একদিন বেগবানের বাড়িতে গিয়ে অভিযুক্ত পুলিসকর্মী বলপূর্বক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি মারধরও করে। আরও অভিযোগ, রক্তাক্ত অবস্থায় স্থানীয় থানায় গেলেও কোনও অভিযোগ নেওয়া হয়নি। বরং তাঁর উপর চাপ আসতে থাকে কেস তুলে নেওয়ার জন্য।
আরও পড়ুন, Kolkata: কলকাতার ফুটপাতেও এবার শিশুকে 'যৌন নির্যাতন'!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)