প্রতিবাদ, ধিক্কার মিশে চোয়াল চাপা লড়াইয়ের শপথ

কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা চলবে না। এই দাবিতে রাস্তায় নেমেছিলেন সুদীপ্ত-জোশেফরা। পুলিসি হেফাজতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তেইশ বছরের সুদীপ্ত। তাঁর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত চেয়ে বৃহস্পতিবার গড়িয়া থেকে নেতাজি নগর পর্যন্ত মিছিলে পা মেলালেন হাজারো মানুষ। শহর জুড়ে প্রতিবাদের ঝড়৷ মিছিল, মিটিং, সমাবেশ৷ এদিন সন্ধে ছ’টা নাগাদ গড়িয়া থেকে বামেদের মিছিল শুরু হয়৷ গাঙ্গুলি বাগান, বাঘাযতীন হয়ে নেতাজি নগর পর্যন্ত মিছিল যায়৷ মিছিলে পা মেলান সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, রবীন দেব, তড়িত্‍ তোপদার, মনোজ বন্দ্যোপাধ্যায় সহ বহু বাম নেতা-কর্মী৷  

Updated By: Apr 4, 2013, 09:33 PM IST

কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা চলবে না। এই দাবিতে রাস্তায় নেমেছিলেন সুদীপ্ত-জোশেফরা। পুলিসি হেফাজতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ২৩ বছরের সুদীপ্ত। তাঁর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত চেয়ে বৃহস্পতিবার গড়িয়া থেকে নেতাজি নগর পর্যন্ত মিছিলে পা মেলালেন হাজারো মানুষ।

দেখুন সেই প্রতিবাদি মিছিলের ভিডিও

শহর জুড়ে প্রতিবাদের ঝড়৷ মিছিল, মিটিং, সমাবেশ৷ এদিন সন্ধে ছ’টা নাগাদ গড়িয়া থেকে বামেদের মিছিল শুরু হয়৷ গাঙ্গুলি বাগান, বাঘাযতীন হয়ে নেতাজি নগর পর্যন্ত মিছিল যায়৷ মিছিলে পা মেলান সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, রবীন দেব, তড়িত্‍ তোপদার, মনোজ বন্দ্যোপাধ্যায় সহ বহু বাম নেতা-কর্মী৷  
গড়িয়া থেকে শুরু হয়ে মিছিল শেষ হল নেতাজিনগর কলেজে, যেখানে এক সময় পড়তেন সুদীপ্ত। যে জায়গা ছিল তাঁর রাজনীতির আঙ্গিনা। 
এদিকে, সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে এদিন হাইকোর্ট, সিটি সিভিল কোর্ট ও ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান গণতান্ত্রিক আইনজীবী ফেডারেশনের সদস্যরা৷ তাঁদের দাবি, সুদীপ্তর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে৷ না হলে তাঁরা আইনি পদক্ষেপ করবেন৷

.