দিনেও আঁধার, জেলায় বজ্রাঘাতে মৃত বেড়ে ১০

ঘুর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে দুর্যোগ। ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলছে বজ্র-বিদ্যুত সহ বৃষ্টি। বজ্রাঘাতে এপর্যন্ত এক শিশু সহ ১০ জনের মৃত্যু হয়েছে।

Updated By: May 31, 2014, 03:38 PM IST

ঘুর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে দুর্যোগ। ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলছে বজ্র-বিদ্যুত সহ বৃষ্টি। বজ্রাঘাতে এপর্যন্ত এক শিশু সহ ১০ জনের মৃত্যু হয়েছে।

বাজ পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ৩ আমচাষীর মৃত্যু হয়েছে। রঘুনাথগঞ্জে মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়ছে ২ জনের। পুরুলিয়ার ঝালদায় বাড়িতে বাজ পড়লে এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কুঁয়াপুরে মাঠে কাজ করার সময় বাজ পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ জন। অন্যদিকে আসানসোলের রানিগঞ্জে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন আরও একজন। বর্ধমানের শশঙ্গা গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় ১ পঞ্চায়েত সদস্যের। সকাল থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছে কলকাতার আকাশ। চলছে দফায় দফায় বৃষ্টি। নদিয়া, বাঁকুড়াতেও চলছে ঝড় বৃষ্টি।

.