শহরে শুরু ঝিরঝিরে বৃষ্টি, আকাশের মত মুখভার কলকাতারও

অষ্টমীর অঞ্জলী দিতে দিতে ভিজে গেল শহরবাসী। সকাল গড়াতেই ঝিরঝিরে বৃষ্টি পড়ছে কলকাতায়। আর এতেই মন খারাপ সবার। অষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। কিন্তু পুজোর আড্ডা,উত্‍সব মাটিতে করতে হাজির বৃষ্টি। তবে অনেকেই ছাতা হাতে বেড়িয়ে পড়ছেন।

Updated By: Oct 12, 2013, 12:32 PM IST

অষ্টমীর অঞ্জলি দিতে দিতে ভিজে গেল শহরবাসী। সকাল গড়াতেই ঝিরঝিরে বৃষ্টি পড়ছে কলকাতায়। আর এতেই মন খারাপ সবার। অষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। কিন্তু পুজোর আড্ডা,উত্‍সব মাটিতে করতে হাজির বৃষ্টি। তবে অনেকেই ছাতা হাতে বেড়িয়ে পড়ছেন।
পাইলিনের প্রভাব পড়তে পারে এ রাজ্যেও। সাইক্লোন জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকাতেও। এমন কথা বলেছিল আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে
ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। ওড়িশার অত্যন্ত কাছে বলে দিঘাতে সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে উদয়পুর, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণিতে। প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়েছে। পর্যটকদের দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুর ছেড়ে যেতে বলা হয়েছে। দিঘায় না আসতে অনুরোধ করা হয়েছে পর্যটকদের। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমস্ত ধরনের সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দিঘাতেই দফায় দফায় বৈঠক করেছেন প্রশাসনিক কর্তারা।

.