আমজনতার দায়িত্ব নিয়েও নিজেদের উদ্যোগে উৎসবে সামিল কলকাতা পুলিস

পুজোর সময় প্রতিদিনই রাস্তায় নামেন প্রায় ৩১ হাজার পুলিসকর্মী। কেউ দেখেন নিরাপত্তা, কেউ দেখেন যানবাহন ব্যবস্থা। আবার কারও দায়িত্ব নজরদারির। পুজো মানে পঞ্চমী থেকে দশমী শুধু নয়, কলকাতা পুলিসকে যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত রাখতে হয় প্রতিমা বিসজর্ন পর্যন্ত। কিন্তু আমজনতার দায়িত্ব নেওয়া এই পুলিসকর্মীরাই সময় দিতে পারেন না নিজেদের পরিবার-পরিজনদের। তার মাঝেই নিজেদের মতো উদ্যোগ নিয়ে উত্সবে সামিল হন পুলিসকর্মীদের পরিবারের সদস্যরা।

Updated By: Oct 12, 2013, 10:54 AM IST

পুজোর সময় প্রতিদিনই রাস্তায় নামেন প্রায় ৩১ হাজার পুলিসকর্মী। কেউ দেখেন নিরাপত্তা, কেউ দেখেন যানবাহন ব্যবস্থা। আবার কারও দায়িত্ব নজরদারির। পুজো মানে পঞ্চমী থেকে দশমী শুধু নয়, কলকাতা পুলিসকে যাবতীয় নিরাপত্তার বন্দোবস্ত রাখতে হয় প্রতিমা বিসজর্ন পর্যন্ত। কিন্তু আমজনতার দায়িত্ব নেওয়া এই পুলিসকর্মীরাই সময় দিতে পারেন না নিজেদের পরিবার-পরিজনদের। তার মাঝেই নিজেদের মতো উদ্যোগ নিয়ে উত্সবে সামিল হন পুলিসকর্মীদের পরিবারের সদস্যরা।

উল্টোডাঙার বিধান আবাসন। পুলিস কর্মীদের পরিবার-পরিজনদের উদ্যোগেই এই পুজো। সামিল সবাই।
 
গোখেল রোড পুলিস আবাসন। শুধু পুজো নয়, এখানে বন্দোবস্ত রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
 
এখানেও যাঁরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তাঁরা হয় পুলিসকর্মী নয়তো তাঁদেরই পরিবারের সদস্য।
উত্সবের দিন। তাই ওঁরা অতন্দ্র প্রহরায়। ওঁদের পরিবার-পরিজনরা তাই নিজেদের মতোই আজ উত্সবের আনন্দে মাতোয়ারা।

.