চিনা ভাইরাস থেকে মুক্তি পেতে রাম নাম জপুন, রাজ্যবাসীকে পরামর্শ রাহুলের
'চিনা ভাইরাস করোনায় ভারতবাসী আজ অন্ধকারে। আর তা থেকে বাঁচাতে পারেন একমাত্র রামই!' তাই রাজ্যবাসীর কাছে রাহুল সিনহার আবেদন, 'রাম নাম জপ করুন। তবে একমাত্র করোনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে।'
Reported By:
অঞ্জন রায়
|
Updated By: Apr 2, 2020, 06:15 PM IST
অঞ্জন রায়: চিনা ভাইরাসে আক্রান্ত রামের জন্মভূমি। বিদেশি ভাইরাসের করাল গ্রাসে শেষ হয়ে যাচ্ছে রামের বংশধরেরা! একমাত্র রামই পারে রাজ্যবাসীকে এই ভাইরাসের হাত থেকে বাঁচাতে! তাই আমরা সক্কলে করজোড়ে রাম নাম জপ করি!
না এ কোনও সন্ন্যাসী, মহাপুরুষের বাণী নয়, করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে রাজ্যবাসীকে এই পরামর্শ দিলেন স্বয়ং বিজেপি নেতা রাহুল সিনহা।
আজ রামের আর্বিভাব দিবস। সেই প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল সিনহা এদিন পুরাণের অনেক কথাই বলেন। তাঁর কথায় উঠে আসে সূর্যবংশ, রাজা হরিশ্চন্দ্র এমনকি রামের আর্বিভাবের তিথিও। তিনি বলেন, রামের আর্বিভাবেই পবিত্র হয়েছিল আমাদের জন্মভূমি। কিন্তু আজ তা বিপন্ন।
'চিনা ভাইরাস করোনায় ভারতবাসী আজ অন্ধকারে। আর তা থেকে বাঁচাতে পারেন একমাত্র রামই!' তাই রাজ্যবাসীর কাছে রাহুল সিনহার আবেদন, 'রাম নাম জপ করুন। তবে একমাত্র করোনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে।'
রাহুলের কথায়, " হে দেব, আমি বন্দনা করি, আজ তোমার ভূমি চিনা ভাইরাসের দ্বারা আক্রান্ত। সেই ভাইরাসকে পরাস্ত করতে আমাদের শক্তি দাও।"
বস্তুত করোনার আতঙ্কে এখন কাঁপছে গোটা রাজ্য। চিকিত্সক, স্বাস্থ্য অধিকর্তারা, প্রশাসন প্রতিনিয়ত মানুষকে সচেতন করার চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে এখন কট্টুর রাজনীতিবিদের গলায়, এধরনের কথায় কিছুটা হলেও বিস্মিত নেটিজেনরা।
Tags: