র‍্যাগিংয়ের 'একতরফা' শাস্তির বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-ছাত্রীরা, চব্বিশ ঘণ্টা পরেও যাদবপুরে ঘেরাও মুক্ত নন উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্টার

চব্বিশ ঘণ্টা  পরও ঘেরাওমুক্ত হননি যাদবপুর বিশ্ববিদ্যালযের উপাচার্য, সহ উপাচার্য ও রেজিস্ট্রার। যাদবপুরে র‍্যাগিং-এ অভিযুক্ত দুই ছাত্রের শাস্তি মকুবের দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ফেটসু ও আফসু। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শাস্তি পূর্ণবিবেচনার দাবি জানিয়েছে তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অনড় তাদের অবস্থানে। শাস্তি পূর্ণবিবেচনার কোনও প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছে বিশ্বদ্যালয় কর্তৃপক্ষ।

Updated By: Sep 19, 2013, 01:22 PM IST

চব্বিশ ঘণ্টা  পরও ঘেরাওমুক্ত হননি যাদবপুর বিশ্ববিদ্যালযের উপাচার্য, সহ উপাচার্য ও রেজিস্ট্রার। যাদবপুরে র‍্যাগিং-এ অভিযুক্ত দুই ছাত্রের শাস্তি মকুবের দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ফেটসু ও আফসু। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শাস্তি পূর্ণবিবেচনার দাবি জানিয়েছে তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অনড় তাদের অবস্থানে। শাস্তি পূর্ণবিবেচনার কোনও প্রশ্ন নেই বলে জানিয়ে দিয়েছে বিশ্বদ্যালয় কর্তৃপক্ষ।
নিজেদের অবস্থানে ছাত্র-শিক্ষক দুপক্ষই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং এর অভিযোগে সেমেস্টার থেকে বহিষ্কৃত দুই ছাত্রের শাস্তি পূর্ণবিবেচনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ফেটসু। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,সহ উপাচার্য ও রেজস্ট্রারকে ঘেরাও করেন আন্দোলনকারী পড়ুয়ারা। ক্লাস বয়কটেরও ডাক দেওয়া হয় ছাত্র সংগঠনের তরফে। আন্দোলনকারীদের অভিযোগ, র‍্যাগিং এর ভুয়ো অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে আন্দোলনকারীদের তরফে শাস্তি পূর্ণবিবেচনার দাবি জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
 
বুধবার বিকেল থেকেই শাস্তি পূর্ণবিবেচনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘেরাও করেন আন্দোলনকারীরা। আন্দোলন চললেও বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য  স্পষ্টই জানিয়ে দেন তাদের পক্ষে কোনওভাবেই শাস্তি পূর্ণবিবেচনার দাবি মানা সম্ভব নয়।
উপাচার্য ঘেরাওয়ের  সমালোচনা সরব হয়েছে শিক্ষাবিদরাও।
ছাত্র সংগঠন ফেটসুর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি ছাত্রদের সঙ্গে কোনও আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, শাস্তি পূর্ণবিবেচনা না হলে আন্দোলন কর্মসূচি চলবে।
 
 

.