প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পিছল হাই মাদ্রাসার পরীক্ষা

মুখ্যমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রণাধীন পরীক্ষার প্রশ্নপত্রই এবার ফাঁস হয়ে গেল। ফলে পিছিয়ে গেল আগামীকালের হাই মাদ্রাসা ও আলিম পরীক্ষার ইংরাজি বিষয়ের পরীক্ষা। ফাঁস হওয়া প্রশ্ন রমরমিয়ে বিক্রি হল খোলা বাজারে। মাদ্রাসা বোর্ডের কাছে অভিযোগ জমা পড়ার পড়েই কর্তৃপক্ষ দেখে সাজেশন হিসেবে খোলা বাজারে যা বিক্রি হচ্ছে তার সঙ্গে আসল প্রশ্নের রয়েছে হুবহু মিল।   

Updated By: Mar 6, 2013, 10:19 PM IST

মুখ্যমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রণাধীন পরীক্ষার প্রশ্নপত্রই এবার ফাঁস হয়ে গেল। ফলে পিছিয়ে গেল আগামীকালের হাই মাদ্রাসা ও আলিম পরীক্ষার ইংরাজি বিষয়ের পরীক্ষা। ফাঁস হওয়া প্রশ্ন রমরমিয়ে বিক্রি হল খোলা বাজারে। মাদ্রাসা বোর্ডের কাছে অভিযোগ জমা পড়ার পড়েই কর্তৃপক্ষ দেখে সাজেশন হিসেবে খোলা বাজারে যা বিক্রি হচ্ছে তার সঙ্গে আসল প্রশ্নের রয়েছে হুবহু মিল। 
এরপরই আগামীকালের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।  আগামীকালের পরীক্ষা হবে ১২ মার্চ। কিন্তু কিভাবে মুখ্যমন্ত্রীর দফতরের নিয়ন্ত্রাধীন পরীক্ষার প্রশ্ন খোলা বাজারে চলে এল তা নিয়ে এখনও ধোঁয়াশায়  বোর্ড কর্তৃপক্ষ। তবে  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ মানতে চাননি বোর্ড সচিব। তাঁর যুক্তি, ছাত্রীছাত্রীদের মন থেকে সংশয় দূর করতেই পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। বোর্ড সভাপতি জানিয়েছেন, অনিবার্য প্রশাসনিক কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
 

.