জিএসটির প্রতিবাদে ব্যবসা বনধে কলকাতা শহরে মিশ্র প্রভাব
জিএসটির প্রতিবাদে ব্যবসা বনধে কলকাতা শহরে মিশ্র প্রভাব। খুলল না বড়বাজার বা পোস্তা। বন্ধ থাকল নিউমার্কেট-ধর্মতলা। গড়িয়াহাট-হাতিবাগানে কোথাও খুলল-কোথাও আবার বন্ধ থাকল দোকান। মধ্যরাত থেকে জিএসটি কার্যকর হচ্ছে। অথচ কর দেওয়ার পদ্ধতি, কর কাঠামো নিয়ে তীব্র ক্ষোভ ব্যবসায়ী মহলে। কলকাতার একমাত্র বড় বাজার। সেখানে সারবদ্ধভাবে দোকানের শাটার নামানো। শুনশান পোস্তাও। রবিবারও বোধহয় এত কম লোক থাকে না পোস্তা বাজারে। বেলা গড়াতে বেরোল মিছিল। একই চিত্র নিউমার্কেট-ধর্মতলা চত্বরেও। জিএসটির প্রতিবাদে ব্যবসা বন্ধ রেখেছিলেন অনেকেই। একই অবস্থা গড়িয়াহাট-হাতিবাগানেও। ব্যবসায়ীদের হুঁশিয়ারি, জিএসটি প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন। (আরও পড়ুন- সুভাষ সরোবর লেকে তরুণের দেহ উদ্ধারের ঘটনায় আটক ২)
ওয়েব ডেস্ক: জিএসটির প্রতিবাদে ব্যবসা বনধে কলকাতা শহরে মিশ্র প্রভাব। খুলল না বড়বাজার বা পোস্তা। বন্ধ থাকল নিউমার্কেট-ধর্মতলা। গড়িয়াহাট-হাতিবাগানে কোথাও খুলল-কোথাও আবার বন্ধ থাকল দোকান। মধ্যরাত থেকে জিএসটি কার্যকর হচ্ছে। অথচ কর দেওয়ার পদ্ধতি, কর কাঠামো নিয়ে তীব্র ক্ষোভ ব্যবসায়ী মহলে। কলকাতার একমাত্র বড় বাজার। সেখানে সারবদ্ধভাবে দোকানের শাটার নামানো। শুনশান পোস্তাও। রবিবারও বোধহয় এত কম লোক থাকে না পোস্তা বাজারে। বেলা গড়াতে বেরোল মিছিল। একই চিত্র নিউমার্কেট-ধর্মতলা চত্বরেও। জিএসটির প্রতিবাদে ব্যবসা বন্ধ রেখেছিলেন অনেকেই। একই অবস্থা গড়িয়াহাট-হাতিবাগানেও। ব্যবসায়ীদের হুঁশিয়ারি, জিএসটি প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন। (আরও পড়ুন- সুভাষ সরোবর লেকে তরুণের দেহ উদ্ধারের ঘটনায় আটক ২)