Association of Indian university: সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় সংগঠনের সভাপতি পদে যাদবপুরের উপাচার্য

দীর্ঘ চার দশক পর এ রাজ্যের কোনও অধ্যাপক এই দায়িত্ব পেলেন।

Updated By: Jul 5, 2022, 12:24 AM IST
Association of Indian university: সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় সংগঠনের সভাপতি পদে যাদবপুরের উপাচার্য

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়:  অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির সভাপতি নির্বাচিত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। দীর্ঘ চার দশক পর এ রাজ্যের কোনও অধ্যাপক এই দায়িত্ব পেলেন।

দেশের ৮০০ টি বিশ্ববিদ্যালয়ের সংগঠন এই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির। বেশিরভাগ তো বটেই, সবধরণের বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সদস্য। ২০২১ সালে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি সহ-সভাপতি নির্বাচিত হন ইতিহাসের অধ্যাপক সুরঞ্জন দাস। ১ বছর পর এবার সভাপতি হলেন তিনি।

আরও পড়ুন: Panchayat Election: এগোচ্ছে পঞ্চায়েত ভোট! ৬ মাসে সব প্রকল্প শেষের নির্দেশ রাজ্যের

এদিকে জাতীয় শিক্ষানীতি এখন কেন্দ্রের তৎপরতা তুঙ্গে। এমনকী, নতুন করে ইতিহাস লেখার আহ্বান জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি পদে সুরঞ্জন দাসের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন? রাজ্য সরকারের জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত কমিটিতেও ছিলেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.