Samantak Das: 'আত্মহত্যা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য'

ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বুধবার দুপুরে রিজেন্ট পার্কের বাড়ি থেকে উদ্ধার সহ-উপাচার্যের ঝুলন্ত দেহ।

Updated By: Jul 21, 2022, 07:14 PM IST
Samantak Das:  'আত্মহত্যা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য'

পিয়ালী মিত্র: 'আত্মহত্যা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য'। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনই ইঙ্গিত মিলেছে। কেন? তা স্পষ্ট নয় এখনও। পরিবারের লোক ও পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে মোবাইল ও ল্যাপটপও।

ঘটনার সূত্রপাত গতকাল, বুধবার। রিজেন্ট পার্কে বাড়িতে একাই ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য স্যমন্তক দাস। ঘড়িতে তখন ১টে  ৩০ মিনিট। এদিন দুপুরে  বাড়িতে আসেন পরিচারিকা। দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। কেন? ডাকাডাকি করেও স্যমন্তকের কোনও সাড়াশব্দ পাননি বাড়ির পরিচারিকা।

আরও পড়ুন: অসুস্থ ছেলে, স্বামীর সাথে ঝগড়ার পরই দুই সন্তান নিয়ে আত্মঘাতী গৃহবধূ

তারপর? পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করেন পরিচারিকা। তাঁরা থানায় খবর দেন। এরপর যখন দরজা ভেঙে বাড়িতে ঢুকে পুলিস, তখন ঘরে সিলিং থেকে স্যমন্তক দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: TMC Shahid Diwas, CPIM: তৃণমূলের শহিদ দিবস 'মোচ্ছব', 'পিকনিক', কটাক্ষ সিপিএম-এর

কীভাবে মৃত্যু? প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান ছিল, ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তে পাঠানো হয়েছিল। প্রাথমিক রিপোর্টেও আত্মহত্যারই ইঙ্গিত মিলল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.