বন্দিমুক্তির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

আঠারো বছরেরও বেশি সময় ধরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চল্লিশজন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার মহাকরণে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Mar 13, 2012, 04:58 PM IST

আঠারো বছরেরও বেশি সময় ধরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চল্লিশজন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার মহাকরণে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বন্দিমুক্তি কমিটির সুপারিশ অনুযায়ী ৫২ জনের মধ্যে ৩০ জন মুক্তি পেয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাকি ২০ জন বন্দির মুক্তি পাওয়ার বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও এরমধ্যে দুজনের মুক্তি পাওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি রয়েছে বলেও জানান তিনি।  

.