পরীক্ষা দেওয়ার দাবিতে ক্ষুদিরাম বসু কলেজে অধ্যক্ষ ঘেরাও

ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজের অধ্যক্ষকে সারা রাত ঘেরাও করল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। হাজিরা কম থাকায় কিছু ছাত্রছাত্রীর ফর্ম পূরণে নিষেধাজ্ঞা জারি করেছিল কলেজ কর্তৃপক্ষ। সেইসব ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে সোমবার দুপুর থেকে অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়। কলেজে ঢুকতে বাধা সংবাদমাধ্যমকেও।

Updated By: Mar 13, 2012, 10:09 AM IST

ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজের অধ্যক্ষকে সারা রাত ঘেরাও করল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। হাজিরা কম থাকায় কিছু ছাত্রছাত্রীর ফর্ম পূরণে নিষেধাজ্ঞা জারি করেছিল কলেজ কর্তৃপক্ষ। সেইসব ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে সোমবার দুপুর থেকে অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়। কলেজে ঢুকতে বাধা সংবাদমাধ্যমকেও।
ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজের ১২০ জন ছাত্র-ছাত্রীর হাজিরা অত্যন্ত কম। নির্দিষ্ট সংখ্যক হাজিরা না থাকলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফর্ম পূরণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সেইমতো যাদের নির্দিষ্ট সংখ্যক হাজিরা নেই, সেইসব ছাত্রছাত্রীদের ফর্ম পূরণ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। তা নিয়ে কয়েকদিন ধরেই জটিলতা চলছিল। হাজিরা কম থাকা ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে সোমবার দুপুর থেকে কলেজে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা।
 
সকাল পর্যন্ত ঘেরাও চললেও কোনও সমাধানসূত্র মেলেনি। পরে পুলিসের সাহায্যে কলেজ থেকে ছাড়া পান অধ্যক্ষ ও শিক্ষকরা।

.