নস্টালজিয়ার কথা রাষ্ট্রপতির মুখে

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম নিজের রাজ্যে। তাই আগাগোড়াই সম্ভবত কাজ করে গিয়েছে একধরণের নস্টালজিয়া। কিন্তু, সফরসূচির ব্যস্ততায় তা প্রকাশ করতে পারেননি গত দুদিনে।

Updated By: Sep 16, 2012, 07:09 PM IST

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম নিজের রাজ্যে। তাই আগাগোড়াই সম্ভবত কাজ করে গিয়েছে একধরণের নস্টালজিয়া। কিন্তু, সফরসূচির ব্যস্ততায় তা প্রকাশ করতে পারেননি গত দুদিনে। আজ ঢাকুরিয়ায় নিজের বাড়িতে পরিবারের লোকজন আর পরিচিতদের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজের নস্টালজিয়ার কথা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এরপর আবার পুজোর সময় আসবেন তিনি। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত থাকবেন মিরাটির বাড়িতে।
কলকাতায় পৌঁছে থেকে একের পর এক কর্মসূচি। সংবর্ধনা অনুষ্ঠান, খড়গপুর আইআইটির সমাবর্তন মিলিয়ে গত দুদিন কেটেছে চরম ব্যস্ততায়। তবে, সবকিছু ছাপিয়ে রাষ্ট্রপতির তিনদিনের সফরে উঠে এসেছে তাঁর নিখাদ বাঙালিয়ানা। সাফারি বা ব্লেজার নয়। পোশাকে একেবারে আগের মতোই বাঙালি হয়ে এসেছেন তিনি। আর রবিবার ঢাকুরিয়ায় নিজের বাড়িতে কয়েকঘণ্টা কাটালেন এক্কেবারে নস্টালজিয়ায়। পরিবারের কয়েকজন সদস্য আর স্কুল কলেজের বন্ধুদের নিয়ে জমাটি আড্ডায় বারবারই উঁকি দিয়েছে ফেলে আসা দিনগুলির কথা। তালকোটরার বাড়ি থেকে রাইসিনা হিলস। কেমন লাগছে? পরিচিতদের সঙ্গে আলাপচারিতায় রাষ্ট্রপতি জানিয়েছেন, দায়িত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। অনেকদিন পর ঢাকুরিয়ায় নিজের বাড়িতে। মধ্যাহ্নভোজও সেখানেই। ভাত, মুগ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মোচার ঘণ্ট আর আলু পটলের তরকারি দিয়ে মধ্যাহ্নভোজ। মিষ্টিটা এড়িয়েই গিয়েছেন রাষ্ট্রপতি। শেষপাতে ছিল টক দই। কিন্তু, নিরামিশ আহার কেন? পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুজোর তিনমাস আগে থেকেই নিরামিশ খাবার খান প্রণব মুখোপাধ্যায়। সকাল দশটা থেকে বেলা আড়াইটে পর্যন্ত ঢাকুরিয়ার বাড়িতে। খুশি প্রতিবেশীরাও।
আবার কবে আসছেন? রাষ্ট্রপতি জানিয়েছেন পুজোয় ফের কলকাতায় ফিরছেন। অবশ্য ষষ্ঠীর দিন এসেই চলে যাবেন মিরাটির বাড়িতে। টানা তিনদিন সেখানেই থাকবেন তিনি।কলকাতায় পৌঁছে থেকে একের পর এক কর্মসূচি। সংবর্ধনা অনুষ্ঠান, খড়গপুর আইআইটির সমাবর্তন মিলিয়ে গত দুদিন কেটেছে চরম ব্যস্ততায়। তবে, সবকিছু ছাপিয়ে রাষ্ট্রপতির তিনদিনের সফরে উঠে এসেছে তাঁর নিখাদ বাঙালিয়ানা। সাফারি বা ব্লেজার নয়। পোশাকে একেবারে আগের মতোই বাঙালি হয়ে এসেছেন তিনি। আর রবিবার ঢাকুরিয়ায় নিজের বাড়িতে কয়েকঘণ্টা কাটালেন এক্কেবারে নস্টালজিয়ায়। পরিবারের কয়েকজন সদস্য আর স্কুল কলেজের বন্ধুদের নিয়ে জমাটি আড্ডায় বারবারই উঁকি দিয়েছে ফেলে আসা দিনগুলির কথা। তালকোটরার বাড়ি থেকে রাইসিনা হিলস। কেমন লাগছে? পরিচিতদের সঙ্গে আলাপচারিতায় রাষ্ট্রপতি জানিয়েছেন, দায়িত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। অনেকদিন পর ঢাকুরিয়ায় নিজের বাড়িতে। মধ্যাহ্নভোজও সেখানেই। ভাত, মুগ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মোচার ঘণ্ট আর আলু পটলের তরকারি দিয়ে মধ্যাহ্নভোজ। মিষ্টিটা এড়িয়েই গিয়েছেন রাষ্ট্রপতি। শেষপাতে ছিল টক দই। কিন্তু, নিরামিশ আহার কেন? পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুজোর তিনমাস আগে থেকেই নিরামিশ খাবার খান প্রণব মুখোপাধ্যায়। সকাল দশটা থেকে বেলা আড়াইটে পর্যন্ত ঢাকুরিয়ার বাড়িতে। খুশি প্রতিবেশীরাও।
 
আবার কবে আসছেন? রাষ্ট্রপতি জানিয়েছেন পুজোয় ফের কলকাতায় ফিরছেন। অবশ্য ষষ্ঠীর দিন এসেই চলে যাবেন মিরাটির বাড়িতে। টানা তিনদিন সেখানেই থাকবেন তিনি।

.