প্রেসিডেন্সির নিরাপত্তারক্ষীকে বদলি, উঠছে প্রশ্ন

বদলি করে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী পাপ্পু সিংকে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় এই পাপ্পু সিংয়ের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল যে অর্ডার এসেছে, তাতে পাপ্পু সিং সহ প্রেসিডেন্সির চার শিক্ষাকর্মীকে বদলি করা হয়েছে। ঝাড়গ্রাম কলেজে বদলি হয়েছেন পাপ্পু সিং।

Updated By: Sep 4, 2013, 09:14 PM IST

বদলি করে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী পাপ্পু সিংকে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় এই পাপ্পু সিংয়ের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল যে অর্ডার এসেছে, তাতে পাপ্পু সিং সহ প্রেসিডেন্সির চার শিক্ষাকর্মীকে বদলি করা হয়েছে। ঝাড়গ্রাম কলেজে বদলি হয়েছেন পাপ্পু সিং।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ এই বদলির নিন্দা করেছেন। বদলির সিদ্ধান্তের প্রতিবাদে কাল থেকে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ শুরু হবে। স্মারকলিপি দেওয়া হবে উপাচার্যকে।  সরকার এই বদলিকে রুটিন বদলি বললেও, বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। টিএমসিপির তাণ্ডবে প্রেসিডেন্সি কাণ্ডে মুখ পুড়েছিল শাসকদলের। ঘটনার ভিডিও ও স্টিল ফুটেজে টিএমসিপি নেতাদের ছবি দেখা গেলেও, তৃণমূলের তরফে বারবার তা অস্বীকার করা হয়। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী পাপ্পু সিংয়ের নাম তুলে সরব হন পার্থ চট্টোপাধ্যায়। পাপ্পু সিংকে কো-অর্ডিনেশন কমিটির সদস্য দাবি করে, তাঁর বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে হামলার অভিযোগ আনেন তিনি। পাপ্পুকে জোড়াসাঁকো থানায় ডেকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়।

.