কৃষক আত্মহত্যা নিয়ে সুর চড়াল কংগ্রেসও

একের পর এক কৃষক আত্মহত্যা নিয়ে বামেদের পর রাজ্য সরকারের সমালোচনা শুরু করল জোট শরিক কংগ্রেসও। শনিবার বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে কৃষক আত্মহত্যা বন্ধ করতে সরকারের সদিচ্ছা নিয়ে কার্যত প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

Updated By: Jan 21, 2012, 03:46 PM IST

একের পর এক কৃষক আত্মহত্যা নিয়ে বামেদের পর রাজ্য সরকারের সমালোচনা শুরু করল জোট শরিক কংগ্রেসও। শনিবার বিধান ভবনে এক সাংবাদিক সম্মেলনে কৃষক আত্মহত্যা বন্ধ করতে সরকারের সদিচ্ছা নিয়ে কার্যত প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। পাশাপাশি প্রশাসনিক আধিকরিকরা কৃষক আত্মহত্যার ঘটনা চেপে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এদিন প্রদীপবাবু বলেন, পর পর কৃষক আত্মহত্যা নিয়ে এখনও কোনও তদন্ত কমিটি গঠন করেনি রাজ্য সরকার। রাজ্য সরকারের উচিত সর্বদলীয় কমিটি গড়ে ঘটনাগুলির তদন্ত করা। তবে সরকার না-করলেও প্রদেশ কংগ্রেসের তরফে তথ্য অনুসন্ধানী কমিটি গড়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে প্রদীপবাবুর অভিযোগ, রাজ্যে কৃষক আত্মহত্যার ঘটনায় তথ্য গোপন করছেন কিছু সরকারি অফিসার। 
সরকারের বিরুদ্ধে সরাসরি সমালোচনা করে শাসক জোটের অন্যতম শরিক দলের প্রদেশ সভাপতি অভিযোগ করেন, কৃষকদের আত্মহত্যাকে ঘটনাকে নিছক অবসাদ বলে চালিয়ে দেওযার চেষ্টা হচ্ছে।
এদিনের সাংবাদিক বৈঠকে ফের পদত্যাগের কারণ হিসাবে অপমানকে উল্লেখ করে মনোজ চক্রবর্তী বলেন, মঙ্গলবার মহাকরণে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। 

.