জলাভূমি ভরাটের খবর সংগ্রহে আক্রান্ত `২৪ ঘণ্টা`

পূর্ব কলকাতার জলাভূমি ভরাট আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিলজলা থানার নোনাডাঙা মৌজায় প্রায় ১০ একর জলাভূমি ভরাট করে ফেলাহচ্ছে বলে অভিযোগ। যে প্রমোটাররা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁরা কসবার তৃণমূল বিধায়ক তথা দমকলমন্ত্রী জাভেদ খানের মদতপুষ্ট বলে অভিযোগ স্থানীয় মত্‍স্যজীবীদের।

Updated By: Jan 21, 2012, 12:05 PM IST

পূর্ব কলকাতার জলাভূমি ভরাট আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিলজলা থানার নোনাডাঙা মৌজায় প্রায় ১০ একর জলাভূমি ভরাট করে ফেলাহচ্ছে বলে অভিযোগ। যে প্রমোটাররা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁরা কসবার তৃণমূল বিধায়ক তথা দমকলমন্ত্রী জাভেদ খানের মদতপুষ্ট বলে অভিযোগ স্থানীয় মত্‍স্যজীবীদের।

শনিবার সকালে এই খবর সংগ্রহ করতে গেলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় শপাঁচেক মানুষ হাজির হন। যে পরিবার অভিযোগ করেছিল সেই পরিবারের সদস্যদের মারধর করা হয়। আক্রান্ত হন `২৪ ঘণ্টা`র চিত্র সাংবাদিক দেবজ্যোতি দত্ত এবং সাংবাদিক অয়ন ঘোষালও। গোটা বিষয়টি নিয়ে দমকলমন্ত্রী জাভেদ খানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি। অভিযোগকারী পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

.