রাজারহাটে সমস্যা মেটাতে রাজ্যকে আর্জি পাওয়ার গ্রিড কর্পোরেশনের

রাজারহাটে নতুন ট্রান্সমিশন সেন্টারের জন্য রাজ্য সরকারকে দ্রুত জমি সমস্যা মেটানোর আর্জি জানাল পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া। এর আগেও জমি জটে আটকে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে ট্রান্সমিটারের প্রকল্প গুটিয়ে নিতে বাধ্য হয় ওই সংস্থাটি। এবারে তাই রাজারহাটের প্রকল্পটি বাস্তবায়িত করতে সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন জানান সংস্থার ডিরেক্টর আরপি শাসমল।

Updated By: Dec 2, 2013, 11:51 PM IST

রাজারহাটে নতুন ট্রান্সমিশন সেন্টারের জন্য রাজ্য সরকারকে দ্রুত জমি সমস্যা মেটানোর আর্জি জানাল পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া। এর আগেও জমি জটে আটকে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে ট্রান্সমিটারের প্রকল্প গুটিয়ে নিতে বাধ্য হয় ওই সংস্থাটি। এবারে তাই রাজারহাটের প্রকল্পটি বাস্তবায়িত করতে সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন জানান সংস্থার ডিরেক্টর আরপি শাসমল।

দু-বছর আগে রাজারহাটে নতুন একটি ট্রান্সমিটার সেন্টার তৈরির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া। কিন্তু এখনও জমি হাতে মেলেনি। সেজন্য কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নবরত্ন সংস্থাটির মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের জমি নীতি। জমি নিয়ে সংস্থাটির আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে এরাজ্যের অভিজ্ঞতা। একসময় রাজ্যে করণদিঘিতে পাওয়ার ট্রান্সমিশন সেন্টার গড়ার প্রকল্পের ঘোষণা করেছিল পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া। কিন্তু জমি-জট না কাটায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে অন্যত্র প্রকল্প সরিয়ে নিয়ে গিয়েছিল সংস্থাটি।

ছশো তিরিশ মেগাওয়াটের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্যান্য রাজ্য থেকে সুলভে বিদ্যুত্‍ কিনতে পারবে রাজ্য সরকার। ফলে রাজারহাটের প্রকল্পটির থেকে বাড়তি সুবিধে পাবে কলকাতা সহ আশপাশের এলাকা। এবারে সেই প্রকল্পের জমিজট কাটাতে রাজ্য কতটা সচেষ্ট হয় এখন সেটাই দেখার।

.