শীতের সকালে চিড়িয়াখানায় পোলিও শিবির

বহু প্রতীক্ষার পর এসেছে শীত। কলকাতায় সে অল্প কয়েকদিনের অতিথি। তাই শীতের কটা দিন আনন্দে গা ভাসাতে সারা বছর ধরে তৈরি কলকাতা। রবিবার শীতের সকালে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। শীতের মিঠে রোদ গায়ে মেখে রবিবার সকালে বাবা-মায়ের হাত ধরে কচিকাঁচার দল হাজির চিড়িয়াখানায়।

Updated By: Nov 18, 2012, 02:49 PM IST

বহু প্রতীক্ষার পর এসেছে শীত। কলকাতায় সে অল্প কয়েকদিনের অতিথি। তাই শীতের কটা দিন আনন্দে গা ভাসাতে সারা বছর ধরে তৈরি কলকাতা। রবিবার শীতের সকালে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়। শীতের মিঠে রোদ গায়ে মেখে রবিবার সকালে বাবা-মায়ের হাত ধরে কচিকাঁচার দল হাজির চিড়িয়াখানায়।  
 
শীতের কলকাতাকে কাছে টেনে নিতে নতুন করে সেজে উঠছে চিড়িয়াখানাও। তৈরি হয়েছে নতুন গেট। শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলতে সেই গেটে আবার গণ্ডারের মুখ খোদাই করা। অন্যদিকে রবিবার পোলিও দিবস। কিন্তু চিড়িয়াখানায় ঘুরতে এসে পাছে বাদ যায় পোলিও তাই বাঘ, সিংহের খাঁচার পাশেই বসেছে পোলিও শিবির। হাতি দেখার এক ফাঁকেই পোলিও নিয়ে নেওয়া। আবার পোলিওর সঙ্গে রয়েছে উপহারও। তাও আবার বাঘের মাসির মুখোশ।
এখনও জাঁকিয়ে শীত পড়তে বাকি। তবে শীতের শুরুতেই যেভাবে চিড়িয়াখানায় ভিড় বেড়েছে, তাতে এই মরসুম ভাল যাবে বলেই আশা কর্তৃপক্ষের।
 

.