এনআরএস-এ পুলিসকে পেটাল জুনিয়র ডাক্তাররা!

হাসপাতালে পুলিস কর্মীদের মারধরের অভিযোগ উঠল জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। এক ভবঘুরে মহিলাকে হাসপাতালে ভর্তি করতে গিয়েই গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, পুলিসকর্মীদেরই স্ট্রেচারে করে ওই মহিলাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার নির্দেশ দেন জুনিয়র ডাক্তাররা।

Updated By: May 18, 2015, 12:21 PM IST
এনআরএস-এ পুলিসকে পেটাল জুনিয়র ডাক্তাররা!

ব্যুরো: হাসপাতালে পুলিস কর্মীদের মারধরের অভিযোগ উঠল জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। এক ভবঘুরে মহিলাকে হাসপাতালে ভর্তি করতে গিয়েই গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, পুলিসকর্মীদেরই স্ট্রেচারে করে ওই মহিলাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার নির্দেশ দেন জুনিয়র ডাক্তাররা।

প্রতিবাদ করায় পুলিসকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।ভিও১- বচসার জেরে এমার্জেন্সির দরজা বন্ধ করে পুলিসকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে সুনীতা মন্ডল নামে এক লেডি কনস্টেবলের ঘাড়ে আঘাত লাগে। এসআই প্রশান্ত মাহাতোর উর্দি ছিঁড়ে দেওয়া হয়। আরও এক পুলিস অফিসার রাজদীপ সরকার মোবাইলে ছবি তুলছিলেন বলে তাঁকে চড় মারেন জুনিয়র ডাক্তাররা। তাঁর মোবাইলটিও আছড়ে ভেঙে দেওয়া হয়। ঘটনার পর হাসপাতালের ডেপুটি সুপারের সাফাই, পুলিসের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নিয়েছেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানেই আক্রান্ত পুলিসকর্মীদের অভিযোগ নেওয়া হয়।

.